🖤 ইশরাত জাহান 🥀 :
"আপনি তো আমার পুরোটাই জুড়ে ছিলেন, তাই না? শুধু ভাগ্যটা বাদ ছিল।"
কত মানুষ আসে জীবনে, কিছু এসে ছুঁয়ে যায়, কিছু রয়ে যায় মনের গভীরে। আপনি সেসবের চেয়েও কিছু বেশি ছিলেন। প্রতিটা সকালে ঘুম ভাঙার পরে, প্রতিটা রাতে চোখ বন্ধের আগে—আপনার ভাবনায় ভরে থাকত মনটা। মনে হতো, এই তো, এবার সব ঠিক হবে। একসাথে হাঁটা হবে, সব ঝড় পার হবো দু’জন মিলে।
কিন্তু ভাগ্য... ওটা যেন আমাদের গল্পটা পড়েইনি। পড়লেও শেষটা পালটে দিয়েছে। ভালোবাসা ছিল, যত্ন ছিল, অপেক্ষা ছিল—শুধু একটাই জিনিস ছিল না, 'সময়'। ঠিক সময়ে আপনি আমার
আজও মাঝে মাঝে মনে হয়—যদি সময়টা একটু সহানুভূতিশীল হতো, যদি ভাগ্যটা একটুখানি পক্ষে থাকত… তবে কি আপনাকে আমার করে পাওয়া যেত?
আপনি ছিলেন, আছেন, থাকবেন… কিন্তু 'আমার' হয়ে আর নয়।
আপনি পুরোটা জুড়ে ছিলেন, শুধু 'আমার ভাগ্যে' ছিলেন না।💔😅
2025-07-01 06:57:56