Jehad Jehad :
"আমি অনেক সময় যথেষ্ট কিছু বলি না, তা এই কারণে নয় যে আমি অনুভব করি না, বরং কারণ কিছু অনুভূতি শব্দে প্রকাশ করার জন্য খুবই বড়। কিন্তু আজ রাতে আমি চেষ্টা করতে চাই। আমি চাই তুমি জানো আমার জীবনে তোমার থাকা কতটা অর্থপূর্ণ।
তুমি ঘরে ঢুকলেই আমার নিঃশ্বাস স্বস্তি পায়। তুমি কথা বললেই আমার ভেতরের সব কোলাহল থেমে যায়। এমনকি তুমি কিছু না বললেও আমি শুনতে পাই—তুমি আমাকে বুঝো।
তুমি এমনভাবে আমাকে ভালোবাসো, যেভাবে যে ভালোবাসা আমার দরকার ছিল, সেটা আমি জানতামই না। আমি এটা কখনোই অবহেলা করি না, এক সেকেন্ডের জন্যও না।
তুমি শুধু সেই মানুষ নও যাকে আমি ভালোবাসি, তুমি সেই মানুষ যে আমাকে মনে করিয়ে দেয়—ভালোবাসা আসলে কী। সেটা চিৎকার করে প্রকাশ করে না, সেটা নিখুঁত হতে হয় না, সেটা ধৈর্যশীল, সেটা স্থির—সেটা তুমি।
ভবিষ্যতে যাই আসুক, জীবন আমাদের যেভাবেই পরীক্ষা নিক, আমি সেটা তোমার সাথেই মোকাবিলা করব। কারণ আমি তোমাকেই বেছে নিই—একবার নয়, মাঝে মাঝে নয়, বারবার।
নীরবতায়, সন্দেহেও, অন্ধকারেও—আমি তোমাকেই বেছে নিই। 😏
2025-07-03 03:02:04