🗯️ক্যাপশন 🗯️ :
অনুভূতি বোঝাতে পারি না বলেই এত যন্ত্রণা হয়! আপনাকে বলা যায় না-ঠিক কেমন লাগে, কতটা অসহায়বোধ করি নিজেকে! এড়িয়ে যান বোধহয়, নয়তো চুপচাপ শুনে হিমেল বাতাসে উড়িয়ে দেন সব! আপনাকে বোঝাতে পারি না বলেই এত দুঃখ হয়! কতকিছু ঘটে যায়, কত ঝড় বয়ে যায়, অশান্ত করে দেয় হৃদয়! ঠিক কেমন লাগে, আপনাকে বোঝাতে পারি না! আপনি কখনো জানতেও চাইলেন না, কতটা যন্ত্রণা পেলে মানুষ নিজের ভালোবাসার মানুষ কে ভুলে যায়! শুধু আপনি বুঝেন না বলেই এত আক্ষেপ হয়! নীরবতার ভাষা, অভিমানে দগ্ধ হওয়া কথাদের, বুকের বাম পাশে চিনচিন ব্যথাদের, কোনোকিছুই বুঝেন না আপনি! এই যে এত আবেগ, এত ভালোবাসা, এত করে আপনাকে চাওয়া, আকাঙ্খাদের আপনি কেমন অগ্রাহ্য করেন! আমার যে তাতে দুঃখ হয়, যন্ত্রণা হয়, কোনোকিছুই ভালো লাগে না! আপনাকে বোঝাতে পারি না বলেই এত যন্ত্রণা হয়! কতভাবে, কত করে আপনাকে বোঝাতে গিয়েও ব্যর্থ হয়ে ফিরে আসি বারবার! এ যন্ত্রণা আপনাকে কিছুতেই বোঝাতে পারি না বলেই আরও বেশি যন্ত্রণা হয়!
2025-07-17 08:04:49