❤️🩹 👀 Tattoo RIYAZ 👀 ❤️🩹 :
"মৃত্যুর আগে পর্যন্ত মনে থাকবে..."
মৃত্যুর আগে পর্যন্ত মনে থাকবে—এই পৃথিবীর ভিড়ে আমিও কাউকে পাওয়ার জন্য পাগলের মতো কেঁদেছিলাম। মনে থাকবে সেই রাতগুলো, যখন নিঃশব্দ কান্নার শব্দে আমার বুক ভেঙে যাচ্ছিলো, অথচ কেউ শুনতে পায়নি। সবাই শুধু বলেছিলো, ‘ভালো থেকো’, কিন্তু কেউ কখনো জানতে চায়নি, আমি সত্যি ভালো আছি কিনা।
ভালোবাসা চেয়েছিলাম—খুব বেশি কিছু না, শুধু কারো একটা যত্ন, কারো চোখে নিজের গুরুত্ব খুঁজে পাওয়ার আশ্বাস। আমি ভেবেছিলাম, আমি যেমন নিঃস্বার্থভাবে ভালোবাসি, তেমন করে আমাকেও কেউ একদিন ঠিকই ভালোবাসবে। কিন্তু ভুল ছিলো আমার... চাওয়া আর পাওয়ার মাঝে একটা দীর্ঘশ্বাস জমা থাকে, সেটা বুঝেছি বহু রাত জেগে।
মনে থাকবে, কতবার ভেঙে গিয়েও হাসির মুখে সবার সামনে দাঁড়িয়েছি, যেন কিছুই হয়নি। ভিতরে ভিতরে কষ্টে জ্বলতে থাকা সেই হৃদয়টার গল্প কেউ জানেনি। মনে থাকবে সেই মানুষটাকেও, যাকে চোখ বুজে বিশ্বাস করেছিলাম, অথচ সেও আমায় অন্ধকারে ফেলে চলে গিয়েছিলো।
আজও অনেক কিছু ভুলে যেতে চাই, কিন্তু কিছু কিছু যন্ত্রণা রক্তে মিশে যায়—তাকে আর মুছা যায় না। তাই হয়তো মৃত্যুর আগেও ভুলতে পারবো না, যে আমি একদিন সত্যিই কেঁদেছিলাম, শুধু কারো ‘থাকার’ জন্য…🥺💔
2025-07-01 14:09:59