hatestory66 :
প্রেমে পড়লে মানুষ অনেক সময় নিজের স্বাভাবিক আচরণ বদলে ফেলে!
যে মানুষ একসময় খুব আত্মসম্মান নিয়ে চলত, সে-ই প্রেমে পড়ে হয়ে পড়ে কিছুটা "বেহায়া"। এই বেহায়াপনা কোনো নেতিবাচক বিষয় নয়, বরং এটি তার ভালোবাসার গভীরতার প্রকাশ। ভালোবাসার মানুষটি অবহেলা করলেও, কষ্ট দিলেও — সে মানুষটিকে ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিতে পারে না।
কারণ, প্রেমে পড়লে মানুষ একরকম আশার জালে আটকে যায়। সেই জাল খুব নরম, কিন্তু খুব শক্তিশালী। তার মধ্যে একটা বিশ্বাস কাজ করে — "সব ঠিক হয়ে যাবে। আজ যদি খারাপও হয়, কাল হয়তো সে আগের মতো ফিরে আসবে।" এই আশা তাকে আটকে রাখে। তাই শত অবহেলা, অপমান, কিংবা তুচ্ছতাকে মেনে নিয়ে সে সম্পর্কটা টিকিয়ে রাখতে চায়।
মানুষটা যদি তীব্র ঘৃণাও দেখায়, তবুও প্রেমিক মানুষটি ভাবতে থাকে — “সে রাগ করেছে, কিন্তু ভালোবাসা এখনো আছে।” সে নিজেকেই দোষ দিতে থাকে — “আমি হয়তো বুঝতে পারিনি ওকে, আমি হয়তো সময় দিতে পারিনি।” নিজের ভুল ধরে, নিজেকেই সংশোধন করতে চায়, কিন্তু সম্পর্ককে ভাঙতে চায় না।
এভাবেই ধীরে ধীরে একটা মানুষ নিজের আত্মসম্মানকে একটু একটু করে গলিয়ে ফেলে ভালোবাসার কড়াইয়ে। তবুও সে ভালোবাসে — নিঃশব্দে, নিঃস্বার্থভাবে। তার চোখে সেই মানুষটাই পৃথিবীর সবচেয়ে আপন, তাই তাকে হারানোর ভয় তাকে দূরে সরে যেতে দেয় না। সে টিকে থাকে শুধু একটা ভরসায় — “ও একদিন বুঝবে, সব আবার আগের মতো হবে।”
কিন্তু বাস্তবতা হলো, এই ধরণের প্রেম একপাক্ষিক হয়ে উঠলে মানুষ ভেতরে ভেতরে ভেঙে পড়ে। সে বাইরে স্বাভাবিক দেখালেও, তার ভিতরে এক একটা অংশ ধ্বংস হয়ে যায়। তবুও সে চলে যেতে পারে না, কারণ হৃদয়ের টানটা যুক্তির চেয়ে বেশি শক্তিশালী।
এই হলো প্রেমের বাস্তব রূপ — যেখানে ভালোবাসা মানেই সবসময় সুখ নয়, বরং অনেক সময় একা সহ্য করা, অপেক্ষা করা, আর হার না মানার লড়াই করে❤️❤️
2025-07-04 11:44:27