ভালোবাসা কি সুন্দর তাই না, কেউ ধ্বংস হয় আবার কেউ সুন্দর একটা জীবন ফিরে পায়। ভালোবাসার এই অদ্ভুত খেলা একটা জীবনকে শেষ করতে পারে আবার সুন্দর ভাবে গড়ে তুলতে পারে। প্রতিটা চোখের পানি বলে দেয় কারো মায়া কতটা ভয়ংকর। সবাই ভালোবাসতে যানে কিন্তু মায়ায় পড়ে ভেতর ভেতর শেষ হতে কতজন পারে। কারো মায়া যে এতো টা খারাপ যদি মায়ায় না পড়তাম তাহলে বুঝতে পারতাম না, ভালোবাসার মানুষকে নিয়ে বেঁচে থাকার কথা ছিলো কিন্তু তা আর হয়ে উঠে নাই বরং তার স্মৃতি নিয়ে বেঁচে থাকতে হচ্ছে। প্রতিটা রাত এমন ভাবে কেটে যাচ্ছে যে মাঝরাতে তার কথা ভেবে দম বন্ধ হয়ে যায়। তাকে নিয়ে কল্পনা জগৎ সাজিয়ে তুলি যদিও বাস্তবে তাকে পাওয়ার সম্ভাবনা নাই ১%। তবুও তাকে নিয়ে ভাবতে ভালো লাগে। ভালো লাগে তার স্মৃতি মনে করে উপন্যাস লিখতে, ভালো লাগে তার দেওয়া কথা মনে করে আপসোস করতে, তার সব কিছু আমার ভালো লাগলেও তার আমাকে ভালো লাগতো না কখনো, সে তো ভালোবাসা নিতে জানতো দিতে জানতো না তাই.!😅🥺
2025-07-27 14:17:59
4
🙂🙂প্রবাসি আমি 🥺🙂💔 :
😅😭🥺🫶 এতো পাসান হয়ো না 😭💔
2025-07-26 15:42:08
3
🥰 মায়াবতী 🥰 :
কলিজায় লাগলো গো ভাইয়া 😔😔😔😔
2025-07-04 08:42:50
126
🔰 বিষাক্ত মস্তিষ্ক 🔰 :
সাদিয়া নামের একটা মেয়ের স্মৃতি রেখে গেলাম 😅যখন কেউ লাইক দিবে তখনি গান শুনবো আর তাকে মনে করবো।
2025-07-23 03:05:46
12
🔰ব্যর্থ কবি🔰 :
ভালোবাসা কি আসলেই সত্যি? নাকি শুধু একটা সুন্দর মিথ্যা, যা কেবল কষ্ট দিয়েই যায়?”একসময় বিশ্বাস করতাম, ভালোবাসা মানে দুজন মানুষের একসঙ্গে পথচলা। কিন্তু আজ বুঝেছি, ভালোবাসা শুধু কিছু মিষ্টি কথা আর কসম-ভাঙা প্রতিশ্রুতি, যার শেষ প্রান্তে অপেক্ষা করে কেবল যন্ত্রণা।“আমি চাইনি তোমার জীবন থেকে হারিয়ে যেতে, তুমিই এমন পরিস্থিতি তৈরি করে দিলে।”আমি সবসময় চাইতাম তোমার পাশে থাকতে, তোমার হাতটা শক্ত করে ধরে রাখতে। কিন্তু একসময় টের পেলাম, তুমি ধীরে ধীরে দূরে সরে যাচ্ছো, আর আমাকে একা রেখে দিচ্ছো এক অন্ধকারের মাঝে।
কিছু কষ্ট থাকে, যা কাউকে বলা যায় না। শুধু রাতের অন্ধকারে নীরবে চোখের জল ফেলা যায়।”চারপাশের মানুষ আমার শক্তিকে দেখে, কিন্তু তারা জানে না, আমার মধ্যেও কতটা দুর্বলতা আছে। আমি চাইলেও কাউকে বলতে পারি না, কী পরিমাণ কষ্ট আমাকে প্রতিনিয়ত তাড়া করে বেড়ায়।🥹❤️🩹😅😭