"রক্তজবা"🌺💅 :
আর কখনো কাউকে ভালোবাসবো না😅
...
আমি অনেক কেঁদেছি, সারারাত কেঁদেছি, আমাকে শান্তনা দেওয়ার মতো কেউ ছিল না, আমার চোখের পানি মুছে দেওয়ার মতো কেউ ছিল না,,, আমি আমার রবের নিকট শতশত অভিযোগ করেছি, নিজের মৃত্যু কামনা করেছি, যন্ত্রণায় ছটফট করেছি, আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল, কিন্তু,,,,,,
হঠাৎ, আমার কান্না থেমে গেলো, বুকের মধ্যে থাকা ব্যথাগুলো দুমড়ে মুচড়ে যাচ্ছিল, হঠাৎ নিজেই বলতে শুরু করলাম, আমি কেন কান্না করছি..? কার জন্য কান্না করছি..? কার জন্য নিজের মৃত্যু কামনা করছিলাম...? আমার মা আমাকে এতো কষ্ট করে জন্ম দিয়েছে, আমার বাবা আমার পেছনে কতো টাকা খরচ করছে, আমাকে সফলভাবে দেখার জন্য,, আর আমি তাদের ছেড়ে কোথাকার কোন মানুষ এর জন্য মরতে চাচ্ছিলাম..? হঠাৎ করে শান্ত হয়ে গেলাম, আমার রবের নিকট ক্ষমা চাইলাম, তার নিকট শুকরিয়া আদায় করলাম, আলহামদুলিল্লাহ এখন আমার আর কষ্ট হচ্ছে নাহ.....!🙂❤️🩹
তারপর সেই দিনের পর তার সাথে আর কখনো কথা হয় নি. আর কখনো তার সাথে আমার যোগাযোগ না হোক 😊
2025-07-24 06:36:04