tahminalifestyle :
আমাকে গুছিয়ে দেও
হে আমার রব, 🤲🏻
এই বিষন্ন আর দুশ্চিন্তার ভার আর সহ্য হয় না!
তোরে এক অদৃশ্য যুদ্ধ চলছে-কারো চোখে পড়ে না,
কেউ বোঝেনা না। মুখে হাসি রাখলেও হৃদয়ে জমে থাকে হাজারো প্রশ্ন ভয় আর অনিশ্চয়তা।
এই দুনিয়ার চাহিদা, মানুষের প্রত্যাশা, নিজের অক্ষমতা-সব কিছু কখন যেন এক বিশৃঙ্খলার নাম হয়ে উঠেছি আমি।
সে আমার রব তুমি জানো আমি কতটা ক্লান্ত কতটা এলোমেলো......
তোমার কাছে কিছু চাওয়া নেই, শুধু চাই একটু প্রশান্তি, একটু দয়া, একটু আলোর দিশা।
আমাকে গুছিয়ে দাও, হে করুণাময়,
যেখানে মন শান্ত থাকবে, চিন্তা ভার হালকা হবে,
আমি যেন নিজেকে আবার খুঁজে পাই
এই অস্থির পৃথিবীর ভিড়ে, আমি যেন হারিয়ে না যাই।
আমার ভাঙ্গা ভেতরটা জোড়া দাও
আমাকে শক্তি দাও যাতে আবারও উঠে দাঁড়াতে পারি, আর বিশ্বাস দাও -যে তুমি এখনো আমার পাশে আছো।🤲😢
2025-07-25 18:53:37