তোমার মত হাজারো মানুষ ছিল আমার চারপাশে, অনেকেই এসেছিল, অনেকেই চেষ্টা করেছিল আমার কাছে আসার, কিন্তু আমি তাদের কাউকেই পাত্তা দেইনি। আমি শুধু তোমাকে বেছে নিয়েছিলাম, তোমাকেই নিজের ভালোবাসা দিয়ে আঁকড়ে ধরেছিলাম। তুমি ছিলে আমার কাছে বিশেষ, তুমি ছিলে আমার পৃথিবীর একমাত্র মানুষ। কিন্তু দুঃখের ব্যাপার হলো, তুমি সেটা কখনো বুঝতে চাওনি। তুমি ভাবলে আমি বুঝি সবার মত, আমি বুঝি সহজে পাওয়া যায়। তুমি ভাবলে আমি তোমাকে পাওয়ার জন্য সব কিছু করবো আর তুমি অবহেলা করে চলবে। কিন্তু এক সময় যখন আমি সরে যাবো, হয়তো তখনই বুঝবে আমি কী ছিলাম। তোমাকে গুরুত্ব দেওয়া ছিল আমার ভুল নয়, ভুল ছিল তোমার অবহেলা করা। যখন আমি দূরে সরে যাবো, তখন তোমার চারপাশে হাজারো মানুষ থাকলেও, তুমি ঠিকই টের পাবে... তাদের ভিড়ে আমি যে কতটা আলাদা ছিলাম। কেননা আমি শুধু ছিলাম না, আমি তোমার জন্য নিজের সবটুকু দিয়ে ছিলাম। যা তুমি কখনোই বুঝতে চাওনি... আর এখন হয়তো কোনোদিনই বুঝতে পারবে না....!!💔😅
2025-07-24 19:02:07
1
🦋__ব্যার্থ - কবি __🦋 :
শুধু বিয়ে পর্যন্ত সঙ্গ দিও..!
মৃত্যু পর্যন্ত আগলে রাখার দায়িত্ব আমার..!🥹🫴
2025-07-17 04:33:46
0
🦋_শূন্যতা_🦋 :
কেও একজন বৃষ্টির মতো করে মনের অজানতেই আমার জীবনে আসেন না ,আমার সব টুকু দিয়ে আমি আগলে রাখবো ইনশাআল্লাহ 🥺🥰
2025-07-25 04:40:19
2
💞💞KAMRUN NAHAR TANIYA 💞💞 :
অসাধারণ 💞💞💞
2025-07-24 20:30:36
1
md shahalam :
বুকটা চিরে দেখিয়ে বলতে মনে চায় আমি সারাজীবন এর জন্য আগলে রাখতে চেয়েছিলাম কিন্তু থাকেনি😭😭😭😭