@Moon:আমার হাসবেন্ড ৫ ওয়াক্ত নামাজ পারে। আমাকে আর আমার ২ বাচ্চাদের সাথে সম্পর্ক ষেশ করে দিছে কারন আমি আমার বাবার বাড়ি আশছি সে আমার বাবা মা সাথে সম্পর্ক রাখতে মানা করে আমার বাবার বাড়ি কোন দিন আসতে দেবে না আর আমার বাবা মা ও আমার সশুর বাড়ি কোন দিন যাইতে পারবে না এই কারন। আর হোচ্ছে তার বাবা মার খিদমত ঘরের সকল কাজ রান্নাবান্না আমি একা কোরবো কিন্তু আমার ২ জমজ বাচ্চা দের নিয়ে ওদের সামলানোর পারে আমি অনেক ক্লান্ত হোয়ে যাই তাই সকল কাজ কোরে উঠতে পারতাম না বাচ্চাদের আমি একা হাতে সামলাতাম। তারা নিজ চোখে দেখে আমার বাচ্ছা ২ টা নিয়ে কস্ট হয় তা কখন তারা সিকার করে না। তো এই কথা আমার শাশুরি আশেপাশের ও আত্তিওসজন দের সবার কাছে বলে আমি খাই আর ঘুমাই কোন কাজ করি না আমার শসুর ও বলে আমার জামাই ও আমার মাথায় দোস চাপায়।আমাকে প্রেগন্যান্ট অবস্থায় মারধর মানশিক অত্যাচার ও করে। এখন আমি আমার বাবার বাড়ি আমার জামাই আমারদের সাথে কোন জোগাজোগ করে না আমার শসুর শাশুড়ী ননদ আমাকে আমার শশুর বাড়িতে যাইতে মানা কোরে দিছে।আমার ২ মে বাচ্চা ।আর আমার জামাই এখন অন্য কোথাও বিয়ের জন্য পাত্রি রেডি কোরছে মে খুজছে।কেউ যদি এই মেসেজ টা দেখেন আমাকে একটু পরামর্স দিবেন?আমি খুব ই মানশিক ভাবে ভেঙে পরছি।আমার কি করা উচিত।
2025-07-15 20:35:44
18
www :
হে আল্লাহ রাব্বুল আলামীন আপনি আমাদের সঠিক পথে চলার তৌফিক দান করুন আমীন 🥺🤲