RIYAD vai :
কেউ যদি এখন প্রচন্ড ভালোবাসা দেখায়, তখন মনে হয় সে নাটক করতেছে, কারো প্রতি কোন মায়া কাজ করতেছে না, সব কিছু অভিনয় মনে হচ্ছে, ভালোবাসার প্রতি এক আকাশ পরিমান ঘৃণা এখন আমার। যেখানে সবাই ভালোবাসা, আর মায়ায় পরে জীবন সুন্দর করতেছে সেখানে আমি মায়ায় পরে হয়েছি ধ্বংস!
এই জীবনে ধ্বংস ছাড়া আর কিছুই নেই, আসলেই ভালোবাসা, মায়া আমার জন্য না। কথায় আছে না অভাগা যেখানে যায়, সমুদ্রের পানিও সেখানে শুকিয়ে যায়। কারো প্রতি এখন আর মায়া জন্মায় না, ভালো লাগাও কাজ করে না, তাই আর কারো সাথে তেমন কথা বলাও হয়ে উঠে না, মনে হয় সবাই আমার জীবনে আসে আমাকে ধ্বংস করার জন্য। ধ্বংসের শেষ প্রান্ত এখন আমি, তাই কেউ যদি বলে ভালোবাসা সুন্দর তাহলে আমি বলি আমার জায়গায় এসে দেখো ভালোবাসা কতটা সুন্দর।
এতো সুন্দর যে রাতে ঘুমাতে পারবে না, খাবার সামনে নিয়ে চোখ পানি ফেলবে আর ভাতের দিকে তাকিয়ে থাকবে, কল্পনা গুলো পুরোনো স্মৃতি মনে করিয়ে দিবে।
সব থেকে বড় কথা ভালোবাসা আমার জন্য হলেও আমি মানুষ টা ভালোবাসার জন্য না!
2025-07-14 08:44:17