"তোমার চোখ দুটো যেন গল্প বলে — একেকটা দৃষ্টিতে হারিয়ে যাওয়ার মতো জাদু আছে। আর তোমার নাক! এত নিখুঁত, এত শুদ্ধ— যেন কোনো শিল্পী অনেক যত্নে গড়ে তুলেছে! তোমাকে না চেনা গেলেও, এই চোখ আর নাক ভুলে যাওয়ার মতো নয়… কে তুমি? বলো না… না হলে আমিই খুঁজে বের করব… তোমার চোখের গভীরতা আর নাকের সেই সৌন্দর্য আমাকে ঠিক পৌঁছে দেবে তোমার কাছে!"
❤