༺𝐈𝐭𝐳 𝐓𝐮𝐫𝐚𝐳 𝐑𝐞𝐳𝐚⚡ :
আমি চেয়েছিলাম তুমি থাকো, আমার হয়ে থাকো - আমার মৃত্যু পর্যন্ত আমার সাথেই থাকো! আমি চেয়েছিলাম তুমি আমাকে ছায়া দাও, আমাকে স্নেহ দাও, আমাকে একটু ভালবাসা দাও, আমার ক্লান্ত চোখে একটু ঘুম দাও, আমার অস্থির মনকে একটু শান্তি দাও! কিন্তু না, তুমি থাকোনি! তুমি আমার আর্জি শুনলে না। আমার জীবনে কত মানুষ এসেছে আর গেছে, কিন্তু কার জন্য আমার চোখের কোণে অশ্রু জমেনি? তোমার কথা ভাবলে কেন চোখের কোণে জল জমে? তোমার কথা ভাবলেই আমার পেটে ব্যাথা হয়। এই পৃথিবীর কোলাহল অসহ্য, আমি ভেতরে ভেতরে দীর্ঘশ্বাস ফেলি! মনে হয় যেন কেউ নেই! তোমায় ভাবলেই আমার আশ্রয় নেয় পৃথিবীতে! ব্যথা তাজা এবং আমি শ্বাস নিতে পারছি না! তোমার কথা ভাবলেই আমি হয়ে উঠি পৃথিবীর সবচেয়ে অসুখী মানুষ! তুমি থাকলে আমার বাগানে গোলাপ ফুটবে, ফুলের সুবাস চারিদিকে ছড়িয়ে পড়বে! তুমি থাকলে আমার সব খারাপ অনুভূতি দূর হয়ে যেত! কিন্তু না, তুমি থাকোনি, হারিয়ে গেছো বহুদূরে!আমি চেয়েছিলাম তুমি থাকো, আমার হয়ে থাকো - আমার মৃত্যু পর্যন্ত আমার সাথেই থাকো! আমি চেয়েছিলাম তুমি আমাকে ছায়া দাও, আমাকে স্নেহ দাও, আমাকে একটু ভালবাসা দাও, আমার ক্লান্ত চোখে একটু ঘুম দাও, আমার অস্থির মনকে একটু শান্তি দাও! কিন্তু না, তুমি থাকোনি! তুমি আমার আর্জি শুনলে না। আমার জীবনে কত মানুষ এসেছে আর গেছে, কিন্তু কার জন্য আমার চোখের কোণে অশ্রু জমেনি? তোমার কথা ভাবলে কেন চোখের কোণে জল জমে? তোমার কথা ভাবলেই আমার পেটে ব্যাথা হয়। এই পৃথিবীর কোলাহল অসহ্য, আমি ভেতরে ভেতরে দীর্ঘশ্বাস ফেলি! মনে হয় যেন কেউ নেই! তোমায় ভাবলেই আমার আশ্রয় নেয় পৃথিবীতে! ব্যথা তাজা এবং আমি শ্বাস নিতে পারছি না! তোমার কথা ভাবলেই আমি হয়ে উঠি পৃথিবীর সবচেয়ে অসুখী মানুষ! তুমি থাকলে আমার বাগানে গোলাপ ফুটবে, ফুলের সুবাস চারিদিকে ছড়িয়ে পড়বে! তুমি থাকলে আমার সব খারাপ অনুভূতি দূর হয়ে যেত! কিন্তু না, তুমি থাকোনি, হারিয়ে গেছো বহুদূরে!
2025-07-27 16:02:38