M_ ⚠️🔸 :
মায়াবতী,তুমি আবারও ফিরে আসো...আমি তোমায় আবারও ভালোবাসবো,হারিয়ে যাওয়া সন্ধ্যার মত তুমি আমার হৃদয়ে লুকিয়ে আছো। তোমার ছায়া এখন আমার স্বপ্নের বারান্দায় হেটে বেড়ায়।তুমি গেলে ঠিকই, কিন্তু ভালবাসাটা থেকে গেছে... নিঃশব্দে,নিঃশর্তে, আজও ঠিক তেমনি করেই।সময় বদলায়, মানুষ বদলায়, কিন্তু কিছু অনুভব চিরকাল একরকম থাকে। তোমার ফেরার অপেক্ষায় আমি আজও দাঁড়িয়ে আছি, হয়তো সেই পুরনো জায়গাতেই, যেখানে শেষবার তোমার চোখে এক চিলতে ভালোবাসা দেখেছিলাম ফিরে এসো, আবারো ভালোবাসবো তোমায়, এবার হয়তো আরো গভীরভাবে, আরো নিজ চোখ ভালোবাসায়... যেখানে শব্দ থাকবে না, থাকবে শুধু দুটো হৃদয়ের নিঃশব্দ সম্পন্দন।
2025-07-07 03:11:39