তুমি আমারে ঠকিয়েছো হয়তো বুঝে, নয়তো না বুঝে। কিন্তু জানো একদিন তুমিও ঠকবে হয়তো নিজের কাছে আর নয়তো অন্য কারোর কাছে, তবে তুমি ঠকবেই!
সেদিন তোমার কাছে আমার দেওয়া কথা,আমার ভালোবাসা আর আমার অপেক্ষা গুলো মনে পড়বে। তুমি কতো কথা দিয়েছিলে, বলেছিলে আমিঠ হবো তোমার সব। আরও বলেছিলে.... চিরকাল আমারি হয়ে থাকবে!
কিন্তু দিন শেষে তুমি আর আমার হয়ে থাকলে না। তুমি হয়তো অন্য কারোর সাথে নতুন একটা গল্প শুরু করছো। আমি তোমাকে দোষ দেই না, কারন তুমি ভালো থাকার জন্য, সুখে থাকার জন্যই হয়তো আমারে ছাইড়া গেছো!
তবে একদিন যখন নিজের মনের গভীরে তাকাবে, তখন সেই প্রতিশ্রুতি গুলো তোমাকে তারা করবে!
ভালো থেকো....!😊🥺
যদিও তুমি আমার না,তবুও ভালো থেকো,দূর থেকে দেখে জাবো নিঃশব্দে.........😅💔
2025-07-23 09:01:22
1
Ss Anik Raj.... .. . :
@❤️🔥A+R ❤️🩹👀:Ei Ganta Sobar Mon Kere Nise
ei Ganta Puraton Heye Gesilo EKhon Abar Nuton er moto Hoye gese. mksbjus. juzs buys