ভাবতাম আপনি আমাকে ভালোবাসেন, আমাকেই আপনি চান; এই ভাবনাটা আমার মায়ের কোলে বিশ্বাস রেখে ঘুমিয়ে যাওয়ার মতো দৃঢ় ছিলো.!
আচমকা একদিন আপনি ভালোবাসা বন্ধ করে দিলেন। কতোবার যে বেহায়া হয়ে, নিজের আত্মার আত্মসম্মান ভুলে আপনার কাছে ভালোবাসা ভিক্ষা চাইলাম! ঠিক করতে চাইলাম সবকিছু! কিছুই ঠিক হলো না!
আমি শুধু গ'লার ভিতরে মাছের কাটার মতো আ'টকে যাওয়া আপনাকে নিয়ে দাঁ'ড়িয়ে রইলাম অদৃশ্য এক যন্ত্রণার ন'রকের উপর! দেখা যায় না, ছোঁ'য়া যায় না; শুধু নীরব নিভৃতে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে ফেলে আ"মার ভিতর বাহির। তবু'ও আপনার রেখে যাওয়া নরকের উপর দাঁড়িয়ে আপনার জন্য প্রা'র্থনা করি;
যে সু'খের জন্য আমাকে ছেড়ে গেছেন, সেই সুখ যেন আপনি সারাজীবন পান! বিশ্বাস করেন, আপনার এই সুখের জন্য'ই আমার এত সব বি'সর্জন! যদি কখনো জা'নতে পারি আপনি সেই সুখে সু'খী হন নাই; তাহলে যে আমার এত কিছু বিসর্জন, সবকিছু বিফলে যাবে!
আমি চাই না যেই ন'রকের জীবন আমাকে উ'পহার দিয়ে গেলেন, সেই নরকে আপনিও পুড়েন,! আমি আপনাকে সুখে দেখতে চাই! সর্বোচ্চ সুখে! পৃথিবীর সমস্ত সুখ আপনার হোক!!💔