@rakib_hasan_248: ‎তুমি চাওনি বলেই আমি তোমায় পাইনি ‎তুমি চাওনি বলেই পৃথিবীর কোনো বাধায় তোমাকে আটকিয়ে রাখতে পারেনি,,,,,, ‎ ‎শুধু তুমি চাওনি বলেই সকল বাধা বিপত্তি নিমিষেই ধুলোয় মিশে যায়,মানুষ চাইলেই কি না করতে পারে,,,মানুষ চাইলেই পৃথিবী জয় করতে পারে,,, ‎মানুষ চাইলেই বিশ্বযুদ্ধ থামিয়ে দিতে পারে নিমিষেই।আর তুমি আমার হতে পারলানা.....!!!#caption #video #foryou #fyppppppppppppppppppppppp

Caption video✍️
Caption video✍️
Open In TikTok:
Region: BD
Tuesday 08 July 2025 17:15:34 GMT
265630
15346
202
744

Music

Download

Comments

raselislam5370
🌸🌸Abu Rayhan 🌸🌸 :
তুমি চাওনি বলেই তুমি আমার হওনি!! তুমি চাওনি বলেই আমি তোমায় পাইনি তুমি চাওনি বলেই পৃথিবীর কোনো বাধায় তোমাকে আটকিয়ে রাখতে পারেনি,,,,,.. শুধু তুমি চাওনি বলেই সকল বাধা বিপত্তি নিমিষেই ধুলোয় মিশে যায়, মানুষ চাইলেই কি না করতে পারে,,, মানুষ চাইলেই পৃথিবী জয় করতে পারে,,, মানুষ চাইলেই বিশ্বযুদ্ধ থামিয়ে দিতে পারে নিমিষেই। আর তুমি আমার হতে পারলানা.....!!!
2025-07-09 05:16:15
65
md_abdullah_all_mamun_06
♥__♪♪♦Md_Abdullah_All_Mamun_♥ :
ツ:যখন কোনো সম্পর্ক ধীরে ধীরে গভীর হতে থাকে, তখন আমাদের মনের ভেতর থেকে এক ধরনের চাওয়া জন্ম নেয়। আমরা চাই প্রিয় মানুষটা আমাদের জন্য সময় দিক, গুরুত্ব দিক, আগের মতোই প্রতিটি মুহূর্ত আমাদের সঙ্গে ভাগ করে নিক। এই প্রত্যাশাগুলো মুখে বলি না, কিন্তু ভেতরে ভেতরে সেই চাহিদা তৈরি হয় নিঃশব্দে। আর যখন সেই প্রত্যাশা পূরণ হয় না, তখনই জন্ম নেয় অভিমান। ছোট ছোট উপেক্ষা, সময় না দেওয়া, বদলে যাওয়া আচরণ-সব মিলিয়ে মনটা ভারী হয়ে ওঠে। সেই অভিমান দিন দিন বাড়তে থাকে, জমে যায় কষ্টের পাহাড় হয়ে। একটা সময় সে পাহাড় ভেঙে পড়ে অভিযোগ হয়ে-প্রিয় মানুষটার দিকেই। এই অভিযোগ-অভিমান বাড়তে বাড়তে একসময় মনে হয়, মানুষটাকে বুঝি হারিয়ে ফেলবো। সেই ভয়টা এতটাই তীব্র হয়ে ওঠে যে, তখন আমরা অজান্তেই কিছু অস্বাভাবিক আচরণ করতে থাকি। হুটহাট রাগ, তুচ্ছ ব্যাপারে অভিমান, সবসময় খোঁজ নেওয়া, কারও সাথে বেশি মিশলে হিংসে হওয়া-সবকিছুর শিকড় সেই ভয় থেকে, হারিয়ে ফেলার আতঙ্ক থেকে। কিন্তু দুর্ভাগ্য এই যে, প্রিয় মানুষটা সব সময় আমাদের সেই ভয়টা বোঝে না। বরং সে ধীরে ধীরে বিরক্ত হতে শুরু করে। প্রতিদিনের অভিযোগ, বারবার অভিমান, একটানা মানসিক টানাপোড়েন তাকে ক্লান্ত করে তোলে। তখন সে একরকম হাঁপিয়ে ওঠে সম্পর্কটা থেকে, আর একসময় সে বেরিয়ে যেতে চায়। যে মানুষটাকে এত ভালোবেসে আগলে রাখতে চেয়েছি, তাকে নিয়েই একসময় সম্পর্ক বিষিয়ে ওঠে। আর সম্পর্কের অপর প্রান্তে থাকা মানুষটা যখন চলে যায়, তখন আমরা ভেঙে পড়ি ভেতর থেকে। সব কিছু থাকা সত্ত্বেও ভীষণ একা হয়ে যাই। এই সত্যটা খুব নির্মম-যে যত গভীরভাবে ভালোবাসে, তার কষ্টটাও হয় গভীর। আর যে গা ছাড়া ভাবে ভালোবাসে, সে কখনোই অতটা কষ্ট পায় না, কখনোই হারানোর ভয়টুকু বোঝে না। সম্পর্ক তখনই টিকে থাকে, যখন দুজন মানুষ একসাথে গভীর হয়। না হলে একপক্ষ ভালোবেসে ক্লান্ত হয়, আর অপরপক্ষ স্রোতের মতো ভেসে চলে যায়-নির্বাক, নিঃশব্দে, কোনোরকম উপলব্ধি ছাড়াই। এভাবেই একদিন সম্পর্কের শেষ হয়। ভালোবাসা থাকলেও, বোেঝাপোড়ার অভাবে। ভয় থাকলেও, ভাষাহীনতার কারণে। আর সবচেয়ে আপন মানুষটাকেই হারিয়ে ফেলি-যার জন্য একসময় নিজের সবটুকু উজাড় করে দিয়েছিলাম.!💔😌
2025-07-18 19:42:13
9
jiyaurrohman95
💥 JI YA 💥 :
প্রিয় আপনি,♡ কেমন আছেন? জানি কোন উত্তর আসবে না। তবুও খুব জানতে ইচ্ছে করে কেমন আছেন আপনি? আমি বিহীন বর্ষায় মন খারাপ হয়? নাকি দিব্যি ভালোই কাটছে আপনার দিন? জানেন আজকাল আমাকে পেয়ে বসেছে আপনাকে দেখতে চাওয়ার এক দীর্ঘ অসুখ। তৃষ্ণার্ত কাকের মতো অপেক্ষায় থাকি এই বুঝি আপনি নিলেন আমার খোঁজ। এই বুঝি পরিচিত ঠিকানায় একটা চিঠি এলো। আর চিঠির উপরে লিখা আমার সবচাইতে প্রিয় সেই নাম। আজকাল আপনাকে খুব মনে পড়ে। গ্রীষ্ম পেরিয়ে বর্ষা এলো কই আপনি এলেন না তো! সব নিয়ম ভেঙে একদিন আসবেন আমার শহরে? আপনার ব্যস্তময় জীবন থেকে একটা অবসরের বিকেল আমায় দিবেন? খোলা মাঠে নরম ঘাসে পাশাপশি শুয়ে একসাথে আকাশ দেখব। চায়ের কাপে গল্পের আড্ডা বসাব। আর জেনে নিবো আমাকে নিয়ে আপনার সকল অভিমান, অভিযোগ। আমার উপর আপনার অনেক অভিমান তাই না? একটা বিকেল আমায় দিবেন? আপনার সকল অভিমান ভালোবেসে পুষিয়ে দিবো। কাঠগোলাপের সাদার মায়ায় নয়, চিরকুটের খামে একগুচ্ছ কদম হাতে ভালোবাসা প্রকাশ করব। উদ্দেশ্য বিহীন পাশাপাশি হেঁটে বেড়াব বহুদূর। আপনি তখন খালি গলায় গান ধরবেন- 'এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলতো?' এমন একটা বিকেল আমায় দিবেন? আমি তার অপেক্ষায় থাকব বহুকাল। তবুও পাশাপাশি আমাদের এমন একটা বিকেল হোক। শুধু ভালোবাসা নয়, আমাদের তবে ভালোবাসার চেয়েও বেশি কিছু হোক! ইতি -
2025-07-10 06:21:51
21
sifat6926
🦋 〆SIFATツ 🦋 :
তুমি চাওনি বলেই আমি তোমাকে পাইনি তুমি চাওনি বলেই পৃথিবীর কোনো বাধায় তোমাকে আটকিয়ে রাখতে পারেনি....!🥺 শুধু তুমি চাওনি বলেই সকল বাধা বিপত্তি নিমিষেই ধুলোয় মিশে যায়,মানুষ চাইলেই কি না করতে পারে মানুষ চাইলেই পৃথিবী জয় করতে পারে...!😅 মানুষ চাইলেই বিশ্বযুদ্ধ থামিয়ে দিতে পারে নিমিষেই আর তুমি আমার হতে পারলানা....!😅❤️‍🩹
2025-07-26 10:40:56
3
iftakar_bhuyain
🌸 হতাশ মানব 🌸 :
dada Valo Basha Abhiram Tomar Jonno 🌸
2025-07-09 10:09:58
7
sakhawat_10x
~SིAིĶིhིAི͙ฬིɑིŤི☞10x☽ :
আজও 𝗕𝗟𝗢𝗖𝗞 করিনি তোমায়, অথচ তুমি কোথাও বাদ রাখো নি আমায়.! কেমন করে যে মানুষ টা একদিন বলেছিল তোমাকে ছাড়া থাকতে পারবো না, সেই মানুষটাই আজ আমাকে সব জাইগা থেকে সরিয়ে ফেলছে, তবুও দেখো, অভিমান যতই হোক, ভালোবাসা আজও হার মানতে জানে না.! চাইলেই পারি,, আমিও তোমার মতো দূর করে দিতে, সব মুছে দিতে ভুলে থাকার অভিনয় করতে কিন্তু জানি 𝗕𝗟𝗢𝗖𝗞 করে দিলে রাগের জেদটুকু হয়তো থাকবে, কিন্তু তোমার খবর জানতে শেষ সুযোগটুকু আর থাকবে না, তাই আজও রেখেছি, তোমাকে দেখতে না, দেখতে দেখতে, তোমার ছায়া খুজে নিতে,না থাকলেও যেন থেকো পাশে! তুমি যদি থেকেও না থাকো, আমি কেন না থাকার অভিনয় করবো? ভালোবাসা তো কখনো 𝗕𝗟𝗢𝗖𝗞 হয় না, ভালোবাসা শুধু একপাশে চুপচাপ পড়ে থাকে, অভিমানের ধুলোয় ঢেকে থাকে হয়তো কোনো এক দুপুরে, রাতে বা একাকীত্বের ভিড়ে হঠাৎ মনে পড়বে, কোথাও একজন আছে, যে তোমাকে আজও 𝗕𝗟𝗢𝗖𝗞 করেনি...!❤️‍🩹✨
2025-07-09 05:46:03
5
sakibsami768b
ƊƖԼ ƘЄ ƘƛƦЄЄƁ ❤️‍🩹 :
তোমার কোন দোষ নাই,দোষ আমার, দোষ আমার কপালের,দোষ আমার ভাগ্যের,আমার ভাগ্য খারাপ, না হলে আমি কেন পাইলাম না তোমারে, আমার ভাগ্য খারাপ না হলে তোমার সাথে পরিচয়ই বা হবে কেনো আমার| তবুও এটা ভাবে খুশি হই যে তোমাকে বলতে তো পারছি, যে আমি তোমাকে ভালোবাসি,তুমি বুঝো বা না বুঝো,বলছি এইটাই কত্তো, যানো আমিও একজনের সুখের নারী, আমাকে নিয়ে ও একজন সপ্ন দেখে, আমাকে নিয়ে সংসার সাজানোর অপেক্ষা করে! কিন্তু দেখো আমি তার সখের নারি হলেও আমার সখের পুরুষ সে না, আমার সখের পুরুষ তুমি ছিলে,আবার তোমার সখের নারি আমি না অন্য কেউ🥺 পৃথিবীর সবথেকে সুখি মানুষ সে,যাকে তুমি ভালোবাসো আবার সেও তোমাকে ভালোবাসে ;)🥹 আমি পাপি তোমাকে ভালোবাসার কারণে ;) আমি জাহান্নমি, কারণ আমি হালাল ছেড়ে হারামের পিছে পরে আছি, আর সেই হারাম টাই হলে তুমি ;)😒
2025-07-10 04:57:39
5
mohammad.ismail3327
🌍 - • √ ɪsᴍᴀɪʟ:) 🎀 :
@🌸🌸Abu Rayhan 🌸🌸:তুমি চাওনি বলেই তুমি আমার হওনি!! তুমি চাওনি বলেই আমি তোমায় পাইনি তুমি চাওনি বলেই পৃথিবীর কোনো বাধায় তোমাকে আটকিয়ে রাখতে পারেনি,,,,,.. শুধু তুমি চাওনি বলেই সকল বাধা বিপত্তি নিমিষেই ধুলোয় মিশে যায়, মানুষ চাইলেই কি না করতে পারে,,, মানুষ চাইলেই পৃথিবী জয় করতে পারে,,, মানুষ চাইলেই বিশ্বযুদ্ধ থামিয়ে দিতে পারে নিমিষেই। আর তুমি আমার হতে পারলানা.....!!!
2025-07-09 16:24:27
3
rs_rakin__3
ʀAKɪɴ _🌀VAɪ :
তুমি চাওনি বলেই তুমি আমার হওনি! 😅💔
2025-07-23 07:59:49
2
samsulhaque213
Samsul Haque :
কাজল কালো চোখের কোন এক লাবণ্যময় শ্যামবর্ণ চোখের মেয়ে আমাকে ধ্বংস করেছে, এক পাগল হওয়ার বাদল দিনে সে আমার চোখের দিকে তাকিয়ে বলেছিল, তার চোখে সৃষ্টির সেরা পুরুষ নাকি আমি। তার কথা মনে হলে মনের মধ্যে ক্রমশ জমে ওঠে মেঘ, স্মৃতির বিদ্যুৎ, চমকে ওঠে ঝড় হওয়া, সেই কাজল চোখের মেয়ে আমার আত্মাহকে গুম করেছে..!! 😅😅
2025-07-10 08:57:45
3
user649833536imran
📖🖋️নতুন কবি 📄 :
তোমাকে মুগ্ধ করার মতো চেহারা আমার নেই, রূপ নেই, গ্ল্যামার নেই, অন্যদের মতো চোখে পড়ার মতো কিছুই নেই, তবুও আমি গর্ব করি, কারণ আমার কাছে আছে একটুকু কিন্তু বিশাল জিনিস তোমাকে ভালোবাসার মতো একখানা সুন্দর, সৎ, পবিত্র মন। আমি জানি, চেহারা একদিন মুছে যাবে, রূপ একদিন ফিকে হয়ে যাবে, চোখের দৃষ্টি একদিন ঝাপসা হবে, কিন্তু এই মন, যে মন তোমাকে ভালোবাসে, যে মন নিঃস্বার্থভাবে তোমার জন্য দোয়া করে, যে মন চুপচাপ দূর থেকে তোমার সুখ কামনা করে এই মন কোনোদিন মরে যাবে না। তাই কারো রূপের সাথে আমার তুলনা কোরো না, কারো সৌন্দর্যের সাথে আমার দাম মাপো না, আমি হয়তো সুন্দর নই চোখে দেখার মতো, কিন্তু আমার ভালোবাসা, আমার মন, সেইটা তোমার জন্য পৃথিবীর সবচেয়ে সুন্দর জায়গা। তোমাকে মুগ্ধ করার মতো চেহারা হয়তো আমার নেই, কিন্তু তোমাকে ভালোবাসার মতো মন তা শুধু আমারই আছে, আর সেই মন শুধু তোমার...
2025-07-09 17:19:48
3
_nirob_dada_0
𝗡𝗜𝗥𝗢𝗕 🔫 :
– তুমি চাওনি বলেই তুমি আমার হওনি!! তুমি চাওনি বলেই আমি তোমায় পাইনি তুমি চাওনি বলেই পৃথিবীর কোনো বাধায় তোমাকে আটকিয়ে রাখতে পারেনি... শুধু তুমি চাওনি বলেই সকল বাধা বিপত্তি নিমিষেই ধুলোয় মিশে যায়, মানুষ চাইলেই কি না করতে পারে...মানুষ চাইলেই পৃথিবী জয় করতে পারে... মানুষ চাইলেই বিশ্বযুদ্ধ থামিয়ে দিতে পারে নিমিষেই। আর তুমি আমার হতে পারলানা.....!!!
2025-07-20 05:01:30
1
sk.sabbir7835
Sk Sabbir :
এতো টেনশন দিস নারে জীবন এমনিতেই জীবন্ত লাশ হয়ে বেঁচে আছি....!🥲❤️‍🩹
2025-07-08 17:17:44
4
..fahim310
Mr_FAhiM_🤫😎 :
❤️‍🩹See🖤
2025-07-09 04:41:37
3
amritdas112233
অপরাধী 🥹 :
পৃথিবীর অর্ধেক মানুষ ম'রে অসুস্থতায়, আর বাকি অর্ধেক মানুষ ম'রে হতাশা/দুশ্চিন্তায়।🥺🥺🥺
2025-07-09 11:22:39
4
user949281764
。◕‿◕。AKASH。◕‿◕。 :
৫০ বছর বয়সে আমিও আগের প্রকাশ করে বলবো 🙂 ১৭ বছর বয়সে আমারও একটা মায়াবতী ছিল 💔 আমি তারে নিজের থেকেও বেশি ভালবাসতাম 😓
2025-07-10 17:03:42
1
farhanahmedliton
F A R H A N :
যাকে পাওয়ার কোনো !! সম্ভাবনা নেই' তাকেই কেনো এতো ভালোবাসি আমরা..!😓😅
2025-07-10 17:55:44
1
hjkfgo
প্রিয় শূন্যতা... 🫀💔😅 :
এই শহরে এত এত মানুষ তবুও মানুষ কেন মানুষের অভাবে মরে মানুষ কেন মানুষের অভাবে ছটফট করে মানুষ কেন নিদিষ্ট একটা মানুষের জন্য জীবন বিসর্জন দেয় কেনই বা তার জন্য কেঁদে কেঁদে চোখ ভাষায় অমৃত পর্যন্ত আসলে মানুষের যখন কোন নির্দিষ্ট মানুষের প্রতি মায়া হয়ে যায় তখন ওই মানুষটা ছাড়া আস্ত একটা পৃথিবীর শূন্য মনে হয় নির্দিষ্ট মানুষটা ছাড়া একটা দিনও একটা বছর মনে হয় কারণ যাকে মন একবার ভালোবেসে আপন ভাবে তার অভাবটা অন্য কাউকে দিয়ে পূরণ হয় না তার জায়গায় টা ঠিক তার মতো খালি পড়ে থাকে হাজার মুখ হাজার হাসি থেকেও সেই একটা মুখ না থাকলে সব -ই ফাঁকা ফাঁকা লাগে শুধু তার জন্যই বেঁচে থাকতে ইচ্ছে করে আবার তার যন্ত্রণায় নিঃশ্বাস নিতে কষ্ট হয় এই কেমন অদ্ভুত মায়া তুমার 😅💔
2025-07-22 17:18:28
2
skshawondas5
🖤"(<:গরীব:>)"💜? :
হুম কিছু জিনিস দূর থেকে সুন্দর পেয়ে ও কেউ কেউ অবহেলা করে আর কেউ না পেয়ে আপসোস করে 🥲❤️‍🩹
2025-07-26 17:50:28
1
md.morsalin364
MD MORSALIN @@@@ :
ক্যাপশনটা দিয়েন
2025-07-09 04:06:55
2
rohim2076
অদৃশ্য মায়া :
শখের অনেক কিছুই ছিল সময়ের বির্বতনে আজ কিছুই নেই আর কোনো শখ ও নেই.!😔💔
2025-07-09 08:51:54
3
ax_akash_0
ami_akash_boltisiiiiiiii 🤧 :
তুমি চাওনি বলেই তুমি আমার হওনি!! তুমি চাওনি বলেই আমি তোমায় পাইনি তুমি চাওনি বলেই পৃথিবীর কোনো বাধায় তোমাকে আটকিয়ে রাখতে পারেনি,,,,,.. শুধু তুমি চাওনি বলেই সকল বাধা বিপত্তি নিমিষেই ধুলোয় মিশে যায়, মানুষ চাইলেই কি না করতে পারে,,, মানুষ চাইলেই পৃথিবী জয় করতে পারে,,, মানুষ চাইলেই বিশ্বযুদ্ধ থামিয়ে দিতে পারে নিমিষেই। আর তুমি আমার হতে পারলানা.....!!! আমি কি এতোটাই খারাপ যার কারণে তোমার মনে জায়গা করতে পারলাম না ❤️‍🩹
2025-07-21 10:24:38
1
zubayer652
maybe_jony?❤️‍🩹 :
M:🫀 তোমাকে যেদিন,,প্রথম দেখেছিলাম, সেদিনের পর থেকে আজ পর্যন্ত আমার কাছে পৃথিবীর সুন্দরতম মানুষটা তুমি। কেন জানিনা তোমাকে হারানোর এই দীর্ঘ সময় পরেও আমি তোমাকে নিয়ে ভাবি। রাতের অন্ধকারে যখন সবকিছু নিস্তব্ধতা, আমি বিছানায় শুয়ে নিদ্রাহীন চোখে তোমার সাথে কথা বলি, মাঝে মাঝে খোলা আকাশের নিচে হাঁটতে হাঁটতে, খন্ড খন্ড মেঘ গুলোর সাথে তোমাকে নিয়ে গল্প করি। তোমার হাতে হাত রেখে হেটে যাওয়ার রাস্তা গুলোর মাঝে যখন আমি পুনরায় আবার হাটতে যাই, তখন তোমার সাথে কাটানো মুহুর্ত গুলোর মাঝে হারিয়ে যাই বন্ধুদের সাথের চায়ের আড্ডায় যদি কখনো প্রেমালাপ শুরু হয়, আমি খুব আগ্রহ নিয়ে তোমার কথা বলি। ❤️‍🩹🥀 তোমায় হারানোর আজ ৬০ দিন,,❤️‍🩹 😅
2025-07-14 14:25:28
3
merin5661
👑_ⱤɄĐⱤØ_☂️ :
তুমি চাওনি বলেই তুমি আমার হওনি!! তুমি চাওনি বলেই আমি তোমায় পাইনি তুমি চাওনি বলেই পৃথিবীর কোনো বাধায় তোমাকে আটকিয়ে রাখতে পারেনি,,,,,.. শুধু তুমি চাওনি বলেই সকল বাধা বিপত্তি নিমিষেই ধুলোয় মিশে যায়, মানুষ চাইলেই কি না করতে পারে,,, মানুষ চাইলেই পৃথিবী জয় করতে পারে,,, মানুষ চাইলেই বিশ্বযুদ্ধ থামিয়ে দিতে পারে নিমিষেই। আর তুমি আমার হতে পারলানা.....!!! 🥹😅❤️‍🩹
2025-07-11 10:13:11
2
To see more videos from user @rakib_hasan_248, please go to the Tikwm homepage.

Other Videos


About