Abir Hossain :
চোখে ঘুম আসে না। রাতের নিরবতা যখন চারপাশে ছড়িয়ে পড়ে, তখন তার মুখটা বারবার চোখের সামনে ভেসে ওঠে। সেই চেনা হাসিটা, সেই শান্ত দৃষ্টিটা... সবকিছু এত স্পষ্ট মনে পড়ে, যেন এখনো ঠিক পাশে বসে আছে। অথচ জানি, সে নেই। বাস্তবতা কতটা নির্মম হতে পারে, সেটা প্রতিটা নিঃশ্বাসে টের পাই।
সে চলে গেছে, কিন্তু তার স্মৃতিগুলো থেকে যায় - নিঃশ্বাসের মতো, অস্তিত্বের মতো। আজও তার চলে যাওয়া মেনে নিতে পারি না। কত কথা বাকি ছিল, কত অনুভূতি বলা হয়নি, কত স্বপ্ন আমরা একসাথে দেখেছিলাম - সব যেন এখন কেবল স্মৃতির খাতায় ধুলো জমে পড়ে আছে।
নিজেকে বোঝাতে চাই, "ভুলে যাও, সময়ের সঙ্গে সব ঠিক হয়ে যাবে।" কিন্তু সত্যি বলতে, কিছু স্মৃতি কখনোই ফিকে হয় না। কিছু অনুভূতি এমনভাবে মনের গহীনে গেঁথে থাকে, যেগুলো কখনোই মুছে ফেলা যায় না। তার অনুপস্থিতিটাই এখন সবচেয়ে বেশি উপস্থিত। প্রতিটি রাত, প্রতিটি নীরব মুহূর্তে সে ফিরে আসে-কখনো চোখের জলে, কখনো এক চুপচাপ দীর্ঘশ্বাসে।
ভালোবাসা কখনো শেষ হয় না, স্মৃতিরা জড়িয়ে থাকে, রয়ে যায়... আর আমরা শুধু রাত জেগে অপেক্ষা করি -একটা অপ্রকাশিত ভালোবাসার গল্পের পরিণতির আশায়, যেটা হয়তো কোনোদিনই লেখা হবে না...!!💔😌❤️🩹
2025-07-26 00:38:23