💔মোঃ আরিফুর ইসলাম 💔 :
@আমি একটা বিষাক্ত মায়া 🚭🚭🚭:পৃথিবীতে যাকে আপনি সবচাইতে বেশি ভালোবাসবেন, সেই আপনাকে সবচেয়ে কঠিনতম আঘাত টাই দিবে! এটা ভালোবাসার অপরিহার্য নিয়ম কিংবা অতিরিক্ত ভালোবাসার ক্ষতিপূরণ।
সবকিছু উজার করে যারাই ভালোবাসতে যায়, দিনশেষে তারা চরম অবহেলার শিকার হয়! তাদের অগ্রাহ্য করা হয়, তারা গুরুত্বহীন হয়ে পড়ে।
মূলত যাকে বেশি ভালোবাসা যায়, তার দেয়া সামান্য আঘাত অনেক বড় কষ্টের কারণ হয়ে দাঁড়ায়! ভালোবাসার মানুষের কাছ থেকে কোনো আঘাতই মানুষ মেনে নিতে পারে না সহজে।
খেয়াল করে দেখবেন, যাকে আপনি সবচেয়ে বেশি ভালোবাসেন, তার কাছে আপনার প্রত্যাশাও থাকে বেশি। আবার সেই মানুষটারও আপনার প্রতি অধিকারবোধের ব্যাপারটা খুব বিশাল থাকে, যে জায়গাটা আপনি নিজেই তৈরি করে দেন। আর সেই অধিকারবোধ থেকেই ভালোবাসার মানুষগুলো যন্ত্রণা দেয়!
দিনশেষে যার জন্য আপনি নিজের সুখ বিসর্জন দিবেন, নিজের ভালো থাকা বিসর্জন দিবেন, সেই একটা সময় পর সবকিছুই অস্বীকার করবে। আপনার ভালোবাসার বিনিময়ে ভালোবাসা তো দূরের কথা, যে যন্ত্রণা আপনাকে দেয়া হবে, সেই যন্ত্রণা আপনাকে আ মৃত্যু ভোগাবে!
পৃথিবীতে যারাই কাউকে সবকিছুর উর্ধ্বে গিয়ে ভালোবাসে, সেই ভালোবাসার মানুষটাই হয় তার জীবনের সব যন্ত্রণার কারণ! খারাপ সময়, একাকিত্ব কিংবা হতাশার জন্য দায়ী কেবলমাত্রএই নিঃস্বার্থ কিংবা পাগলের মতো ভালোবাসার মানুষগুলোই হয়। আর আপনি তা স্বীকার করুন কিংবা না করুন, মানুন আর না মানুন।...?
2025-07-28 11:59:51