নিখোঁজ_𝐍𝐢𝐤𝐡𝐨𝐣 :
তোমার জন্য আমার অনুভূতিটা যেনো কখনো মরে না, কিন্তু যখনই ভাবি, অন্য কেউ তোমার হাত ধরবে, সে তোমার পাশে হাঁটবে, তোমার পাশে থেকেও আমি একা হয়ে যাবো, তখনই আমার চারপাশের সব আলো নিভে যায়, কেবল অন্ধকারের ছায়া ঘিরে ফেলে।
যখন ভাবি তোমার চোখের আঙিনায় অন্য কেউ তোমায় জড়িয়ে ধরবে, তোমার কপালে তার চুম্বন, আর সে বলবে "আমি তোমায় ভালোবাসি", ঠিক তখনই আমার বুকের ভিতর যেনো ঝড় ওঠে, হাহাকার করে।
_যখন ভাবি তোমার সুখ, তোমার হাসি, সে সব আর আমার নয় অন্য কারো, তখন অন্য কেউ তোমার কাছের হয়ে উঠবে, আর আমার, কেবল একাকী, এক অন্ধকারের মধ্যে, তোমার স্মৃতি আর বুকের ভিতরের খালি স্থান ছাড়া কিছুই থাকবে না। তখনই বুকের ভিতর হাহাকার করে, চারিদিক যেন অন্ধকার হয়ে যায়। কখনো হয়তো হুটহাট দেখা হয়ে যাবে আমাদের। তুমি নিজেকে লুকাতে ব্যস্ত থাকবে আর আমি লজ্জায় তাকাতে ভয় পাবো। তবে আমাদের দেখা নিজেদের অজান্তে হুটহাট হয়ে যাক। যেমনটা হয় মাটির সাথে ভূমিকম্প নামক দূর্যোগের যাকে বলে হঠাৎ দেখা। তীব্র তিপ্তি হয়তো তাহার মধ্য দিয়াই আস্বাদন করতে হবে নতুবা আমাদের হয়তো দেখা হবে নাহ মনের মিলে ফিক্সট করা কোনো ঘড়ির কাটায়। কারন আমাদের মনের মিল নেই। তবে দূর থেকে চাওয়া ব্যক্তি বা বস্তু প্রাপকের নিকট বরাবরই দামি যতটা দামি তুমি এই তুচ্ছের তরে।
দেখা হবে কোনো এক সময় প্রিয়তমা
2025-07-13 18:04:20