@all.time.official6: মানুষ কখনো মানুষ কে মনে রাখে না❤️🩹😅 #foryou #terding #voice❤️🩹😅 #bdtiktokofficial #foryoupage varal vidio❤️🩹😅.. sed voice❤️🩹😅.
🍁꧁ ༒🖤༒꧂:💔😅:যাকে দেখে আমি হয়ে উঠেছিলাম জোনাকি থেকে জোসনা যার প্রেম পাওয়ার জন্য পৃথিবীর প্রেমে পড়া হলো না জগতপুর নাম দিলো তার প্রেমিকা তাকে দেখার পড় চাঁদ ফুল কিংবা প্রজাপতি কেউ সুন্দর মনে হয়নি তাকে ভালোবাসবো বলে অন্য কাউকে ভালোবাসি নি তবে সে হয় নি আমার অধ্যামগীনি আ কী ছিলো তার মহিমা জগতপুর নাম দিয়েছিলো তার প্রেমিকা সে তো হারায় নি বরং আমিই হারিয়েছি আমায় সে বলেছিলো ভালোবেসে পালটিয়ে দিবো তোমায় বিচ্ছেদের এই জামানায় :আহঃ হা হা আর বিপরীতে আমার মুখে সিগারেট আর কবিতায় মানায় ভালোবাসে হারালাম আমায় তাকে করা ইস্পর্শ বা তার করা খ্রীব্য চুম্বন লেগে আছে আজও ঠোঁটের কোনে শুধু নেই নেই সেই অনামিকা যার নাম দিয়েছিলো জগৎকুল প্রেমিকা আমি শুনে ছিলাম পৃথিবী মানুষেরা চাইলে সব কিছু হতে পারে তাই আমি চাঁদ সূর্য মহাবিশ্বে চায়নি হতে শুধু চেয়েছিলাম একজনম তোমায় ভালোবেসে যেতে🥹❤️🩹😅
2025-07-13 06:22:38
28
Sohag Ahmed :
শেষ পর্যন্ত তোমারে যে পাইলো, তার লাইগা আমার আফসোসই লাগে, বুঝলা...
সে জানলোনা তোমারে হারাইলে কেমন লাগে। কেমন লাগে তুমি ছাড়া রাইত জাগনের বেদনা। সে জানলোনা ভাত খাইতে বইসা তোমার প্রিয় তরকারি দেখার পর গলা দিয়া ভাত নামতে না চাওয়ার যন্ত্রণা।
না জানলোনা তোমারে আবার একবার দেখতে চাওয়ার আকুতি কেমন হয়। সে জানলোনা তোমার সাথের স্মৃতিগুলারে জড়াইয়া বাঁচার কষ্ট। সে জানলোনা তোমারে পাইয়া হারানোর পর দুনিয়া ক্যামনে ফাঁকা হইয়া যায়। সে জানলোনা তোমার স্পর্শ ফিইরা পাওয়ার লাইগা পরাণ কেমন ছটফট করে।
সে তোমারে পাইলো, কিন্তু তোমারে হারানোর ব্যথা পাইলোনা। সে বিরহ চিনলোনা, সে প্রেমের দুঃখ কেমন তা বুঝলোনা। সে জানলোনা একটা ছারখার হইয়া যাওয়া জীবন টানতে কেমন লাগে। সে সুখ ঠিকই পাইলো, কিন্তু তোমারে হারাইয়া শক্ত হইলোনা। এইযে তোমারে হারাইয়া ফেলার পর, কোনো কষ্টই আমার আর গায়ে লাগেনা।
সে তোমারে পাইয়া আমার মতোন পাথর হইতে পারলোনা।
2025-07-13 07:43:58
8
Rajib Mia :
একদম ঠিক কথা ভাই মানুষ যাদের জন্য করে তারাই একদিন ভুলে যাই বিপদের কথা 🥀
2025-07-30 06:02:50
1
তোকে ছাড়া বেঁচে আছি 💞💞💞 :
একদম সত্যি কথা কাকে কেমন লেগেছে কিন্তু আমাকে সত্যিই অনেক ভালো লেগেছে তাই কফিলিং করে দিলাম আর কোন বক্সে যারা আসবেন ছোট বড় সবাই সবাইকে সাপোর্ট করব
2025-07-14 07:26:25
12
🌼মাইশা ইসলাম 🌼. :
কেউ কি বন্ধু হবা আমার 🥰🥰🥰
2025-07-15 11:43:57
13
Bonna Ismail :
কথা টা এক দম সত্যি তার প্রমাণ আমি নিজেই😢😢😢😢😢
2025-07-12 15:07:34
80
nodi :
হুম ঠিক বলছেন
2025-07-12 15:33:26
24
Abir Rajj :
Right💔💔
2025-07-14 17:20:14
7
lx.Sakib :
l:কথা টা এক দম সত্যি তার প্রমাণ আমি নিজেই😢😢😢😢😢 1000
2025-07-30 03:42:12
1
❤️❤️❤️স্বপ্নের রাজকন্যা❤️❤️❤️ :
ঠিক ঠিক কথা
2025-07-12 15:54:25
63
Md Sohel :
আপনার কথাটা আমি অনেক লাইক করছি এটা সত্যি মানুষ মানুষের মনে রাখ ে না আপনার কথা ঠিক
শেষ পর্যন্ত তোমারে যে পাইলো, তার লাইগা আমার আফসোসই লাগে, বুঝলা...
সে জানলোনা তোমারে হারাইলে কেমন লাগে। কেমন লাগে তুমি ছাড়া রাইত জাগনের বেদনা। সে জানলোনা ভাত খাইতে বইসা তোমার প্রিয় তরকারি দেখার পর গলা দিয়া ভাত নামতে না চাওয়ার যন্ত্রণা।
না জানলোনা তোমারে আবার একবার দেখতে চাওয়ার আকুতি কেমন হয়। সে জানলোনা তোমার সাথের স্মৃতিগুলারে জড়াইয়া বাঁচার কষ্ট। সে জানলোনা তোমারে পাইয়া হারানোর পর দুনিয়া ক্যামনে ফাঁকা হইয়া যায়। সে জানলোনা তোমার স্পর্শ ফিইরা পাওয়ার লাইগা পরাণ কেমন ছটফট করে।
সে তোমারে পাইলো, কিন্তু তোমারে হারানোর ব্যথা পাইলোনা। সে বিরহ চিনলোনা, সে প্রেমের দুঃখ কেমন তা বুঝলোনা। সে জানলোনা একটা ছারখার হইয়া যাওয়া জীবন টানতে কেমন লাগে। সে সুখ ঠিকই পাইলো, কিন্তু তোমারে হারাইয়া শক্ত হইলোনা। এইযে তোমারে হারাইয়া ফেলার পর, কোনো কষ্টই আমার আর গায়ে লাগেনা।
সে তোমারে পাইয়া আমার মতোন পাথর হইতে পারলোনা।