@ afnan 19196 :
নিজেকে নিয়ে আমি সবসময় হেরে গেছি....
আয়নায় নিজের চোখে চোখ রাখার সাহসও ছিল না অনেকদিন।
ভালোবাসা তো দূরের কথা, আমি নিজের দুঃখগুলো পর্যন্ত আগলে রাখতে শিখিনি-তবুও তোমার জন্য এক বুক ভালোবাসা রেখেছিলাম, যেটা বলতেও পারিনি, ভুলতেও পারিনি.....
তুমি চলে গেলে-একদিন, চুপচাপ, ব্যাখ্যা না দিয়ে, আর আমি সেইদিন থেকে কেবল একটাই কথা ভাবি-তুমি যদি কখনো ফিরে এসে প্রশ্ন করো, "তুমি কি আমাকে ভালোবাসো?"
তখন আমি চিৎকার করে বলবো-"হ্যাঁ, আমি নিজেকে যতটা না ভালোবাসতে পেরেছি, তোমাকে তার হাজার গুণ বেশি ভালোবেসেছি!" তোমার চোখে আমি হয়তো ব্যর্থ, অপূর্ণ, কিন্তু একটুখানি কম ভালোবেসেছি-এই অপবাদ দিয়ো না আমায়। কারণ আমি যা পারিনি নিজেকে দিতে, তা তোমার জন্য নিঃশেষ করে দিয়েছি... ভালোবাসা দিতে শিখিনি নিজেকে, তোমায় দিয়েছিলাম একেবারে নিঃশর্তে-তাই প্লিজ...
এই একটা জায়গায় আমাকে ছোট কোরো না। ভালোবাসতে না পারা মানুষ হয়তো আমি, তোমার প্রতি ভালোবাসার খামতি ছিল না কখনো...
এই অপবাদ দিয়ো না আমায়.....
2025-07-12 16:28:25