@rkmehedi76: আমি তোমাকে এতই চেয়েছি যে নিজেকে ভুলে গেছি, কিন্তু তোমার ভালোবাসা আমার কাছে কম ছিল, তুমি সবসময় চেয়েছো আমি যাতে চলে যাই,এখন তোমার জীবন থেকে এমন ভাবেই চলে গেলাম যে চাইলেও আসতে পারবো না, এখন যদি আমার কথা মনে পড়ে তাহলে এটা চিন্তা করো আমি তোমাকে সবচেয়ে বেশি চেয়েছিলাম, তোমার জন্য আমি এই পৃথিবী ছেড়ে দিছি, কিন্তু তুমি কখনো আমাকে চাও নি।