BOYFRIEND 🎀 :
যদি দেখো বদলে গেছি !!
তবে জানবে তুমিই ছিলে আমার বদলে যাওয়ার কারণ..!"
হ্যাঁ, বদলে গেছি... আর এই বদলটা হঠাৎ করে আসেনি। এটা ছিল ধীরে ধীরে গড়ে ওঠা একটা দেয়াল, যেটা প্রতিটা উপেক্ষা, প্রতিটা অবহেলা, প্রতিটা অশ্রদ্ধার ইট দিয়ে তৈরি হয়েছে। একসময় ভেবেছিলাম, ভালোবাসা মানেই গ্রহণ, মানেই সহনশীলতা, মানেই নিজেকে হারিয়ে ফেলা। কিন্তু তুমি প্রমাণ করে দিলে—সব কিছু সহ্য করলেও, একটা সময় মানুষ কাঁদতে কাঁদতে চুপ হয়ে যায়, ভালোবাসতে ভালোবাসতে বদলে যায়।
তোমার প্রতিটা “ভালো থেকো” বলার আড়ালে লুকানো ছিলো একরাশ উদাসীনতা, যা আমি এতদিন ধরে বুঝেও না বোঝার ভান করেছি। এখন আর কারো জন্য অপেক্ষা করি না, আর কাউকে গুরুত্ব দেওয়ার আগে ভাবি—আমি কি নিজেকে গুরুত্ব দিচ্ছি?
আমার এই পরিবর্তন, এই নিরবতা, এই দূরত্ব… সবকিছুর পেছনে তুমি আছো। তুমি শিখিয়ে দিয়েছো—সবাইকে ভালোবাসা যায় না, সবাই ভালোবাসার যোগ্য নয়।
আজ আমি বদলে গেছি, কিন্তু এই বদলটা আমার প্রয়োজন ছিলো… নিজেকে আবার ভালোবাসতে শেখার জন্য।😅💔
2025-07-13 19:53:15