◉‿◉"𝐀𝐩𝐨𝐧 𝓚𝓱𝓪𝓷"◉‿◉ :
তুমি অনেক দেরিতে বুঝবে, আমি হারিয়ে যাওয়া মানে শুধু একজন মানুষ কে হারানো নয়, তুমি হারিয়েছো সেই হৃদয়টাকে, যে নিঃস্বার্থভাবে তোমার পাশে ছিল যে চোখে শুধু তোমাকেই দেখতো, যে মন তোমার প্রতিটি ঠিক না বলা কথাও বোঝার চেষ্টা করতো, একদিন হঠাৎ খুব মনে পড়বে আমাদের সেই সব দিন, 'যখন' আমি ছিলাম, তখন হয়তো তোমার বুকের ভিতর এক অদ্ভুত শূন্যতা বাচবে কিন্তু আমি তখন থাকবো না, আমি চলে যাওয়ার পর তুমি টের পাবে, এই স্বার্থপর দুনিয়ায় নিখুঁত ভালোবাসা আসলে কতটা দুর্লভ, ভালোবাসার অভাবে, অনুভবের দারিদ্রে তুমি ধীরে ধীরে পুড়ে যাবে, আমি যখন তোমার চারপাশে ছিলাম, তুমি বুঝে ওঠোনি আমার গুরুত্ব অথচ আমি হারিয়ে গেলে হয়তো একদিন, বাতাসের হঠাৎ নিঃশ্বাসে মেঘের বিষণ্ণতায়, নদীর একাকিত্বই বা পাহারের বিষন্নতায় তুমি আমাকে খুঁজে পাবে কিন্তু সেই পাওয়াটা হবে শুধু অনুভবে বাস্তবে নয়, তখন হয়তো মনে হবে ইস যদি আরেকবার সময়কে পিছনে নেওয়া যেত, কিন্তু সময় তো আর কারো জন্য থেমে থাকে না, মানুষ যখন চুপচাপ সরে যায়, তখন সে আর আগের মত ফেরে না, তুমিও একদিন বুঝবে ঠিকই, খুঁজবে ও ঠিকই, কিন্তু আমি আর, ফিরবো না,,❤️🩹🤌😓
2025-07-15 19:58:02