ক্যাপশন বয় :
মধ্যরাতে সবাই ঘুমিয়ে পড়ে না। কেউ কেউ চোখ বন্ধ করে, আবার অন্য কোনো দুনিয়ায় জেগে ওঠে। চারদিকে নিস্তব্ধতা যখন জমাট বাঁধে, তখনই ভেতরের ভাঙাগুলো সবচেয়ে জোরে শব্দ করে।
রাত যত গভীর হয়, আমি ততটাই মুখোমুখি হই আমার নিজের সাথে। সেই আমি, যে হারিয়ে গেছে হাজারো মুখের ভিড়ে। দিনের আলোয় যে হাসে, কথা বলে, স্বাভাবিক থাকে — কিন্তু রাত হলেই চুপচাপ হয়ে পড়ে। এমন এক আমি, যে একসময় স্বপ্ন দেখত, অথচ এখন শুধু বেঁচে থাকার অজুহাত খোঁজে।
মাঝে মাঝে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে জিজ্ঞেস করি, 'তুই কোথায় গেলি?' — কোনো উত্তর পাই না। শুধু চোখের কোণে জমে থাকা কিছু অশ্রু বলে দেয়, আমি ঠিকই আছি, শুধু হারিয়ে গেছি নিজের ভেতরে।
এই রাতগুলোই আমার সত্যিকারের সাথি। যখন দুনিয়া ঘুমায়, আমি তখন নিজের ভাঙাগুলো গুছিয়ে তুলি। অতীতের ভুল, ভবিষ্যতের ভয়, আর বর্তমানের শূন্যতাকে নিয়ে যুদ্ধ করি নিঃশব্দে।
সবাই ভাবে রাত মানে ঘুম, অথচ কেউ কেউ জানে — রাত মানে নিজের সাথে একান্ত সাক্ষাৎ। এই নিরবতার মাঝেই খুঁজে ফিরি সেই আমি-কে, যাকে একদিন খুব ভালোবাসতাম। হয়তো একদিন আবার খুঁজে পাবো, আবার নিজের মধ্যে নিজেকে ফিরে পাবো… কিন্তু আজকের রাতটা শুধু হারানো আমি আর আমার একাকীত্বের💔😌
2025-07-16 09:20:29