🦋 _প্রিয়সি_🦋 :
সবার, জান্নাত প্রয়োজন!
কিন্তু কেউ তার যোগ্য হতে চায় না..!
তুমি প্রতিদিন দুনিয়ার জন্য ছুটো, চাকরি, ক্যারিয়ার, স্ট্যাটাস, মানুষের প্রশংসা, কিন্তু একটা প্রশ্ন, কখনো নিজেকে জিজ্ঞেস করছো..? আমি কি সেই কাজ করছি..? যা আমাকে জান্নাতের কাছে নিয়ে যাবে! নাকি শুধু দুনিয়ার জন্য বেঁচে আছি..? প্রতিবার আরো, দিন কখন হচ্ছে.. কিন্তু আমরা ভাবি সময় এখনো আছে, জীবন এখনো বাকি আছে, জান্নাত একটি মূল টার্গেটের সাথে আাসে..আর সেই মূল্য হলো-তোমার সময়, তোমার ইখলাস, তোমার হারাম থেকে বাঁচা! এবং আল্লাহর জন্য বাঁচা। মানুষ বলবে..আরাম করো, বেশি ভাবছো!কিন্তু যখন চোখের সামনে শেষ সময় আসবে। তো সেই আরামের জীবন বেশি ব্যাথা দিবে.. তাই এখন থেকে চিন্তা করো..তুমি জান্নাত যাও..? নাকি শুধু দুনিয়ার শান্তি..?
2025-07-15 07:27:25