অন্যের ভালো চাইতে শিখুন, সৃষ্টিকর্তা আপনার জীবনে ভালো কিছু এনে দিবে ইনশা-আল্লাহ..!🌸
2025-07-16 18:57:15
4
user3456765466507 :
সবশেষে আমি পাইলাম একটা অসহায় জীবন , যেখানে আফসোস আর মানিয়ে নেওয়া ছাড়া আর কিছু নেই ❤️🩹😅
2025-07-16 18:39:23
4
Babu卝খানヅ :
মন কিংবা শরীরের ক্ষুধা মানুষকে অসহায় করে তোলে! পৃথিবীতে প্রাণীদের মধ্যে একমাত্র মানুষই আছে, যাদের শরীরের পাশাপাশি মনের ক্ষুধাও বিদ্যমান। বেশিরভাগ মানুষের শরীরের ক্ষুধা মিলটেও মনের ক্ষুধা আমৃত্যু থেকে যায়! যার শরীরের ক্ষুধা নিবারণ করার অবলম্বন আছে, তার মনের ক্ষুধা নিবারণ করার অবলম্বন নাই৷ পৃথিবীতে যারা মনের ক্ষুধায় ভুগে, তারা হন্যে হয়ে সেই মনের মানুষ খুঁজে বেড়ায়। তবে ভণ্ডদের যুগে মনের মানুষ পাওয়া ভীষণ কষ্টসাধ্য ব্যাপার! পাওয়া যায় না, মনের কোণে জমে থাকা অভিমানের মেঘ সরানোর মতো কোনো মানুষ সচরাচর পাওয়া যায় না। মন আর শরীরের ক্ষুধার যন্ত্রণা একইসাথে সইবার ক্ষমতা মানুষের নাই! যারা মনের ক্ষুধায় ভুগছে, তারা অন্তত শরীরের ক্ষুধার যন্ত্রণা বোঝে না, তাদের বুঝতে হয় না। আর যারা পৃথিবীতে আজন্মকাল শরীর আর মন, দুটোর ক্ষুধায় কাতর– তাদের যন্ত্রণা তামাম পৃথিবীই বোঝে না.!!🥲✍️