@abiha2521: নিজেকে ভালোবাসো কারো খুব কাছাকাছি যাওয়ার আগে নিজেকে একবার প্রশ্ন করে নিও তার সঙ্গে যদি একদিন দূরত্বের দেয়াল তৈরি হয়ে যায়, তুমি কি তা সামলে নিতে পারবে? কথা বলার তীব্র তৃষ্ণায় গলা শুকিয়ে গেলেও, চুপচাপ থাকা কি তোমার পক্ষে সম্ভব হবে? যদি একসময় সে মায়া কমিয়ে ফেলে, তুমি কি মেনে নিতে পারবে? যদি উত্তর “না” হয় তবে দয়া করে কারো খুব কাছে যাওয়ার দুঃসাহস দেখিও না। তুমি বরং একাই থাকো। নিজের জন্য ভাবো। নিজেকে ভালোবাসো।নিজের সঙ্গে কথা বলো। নিজেকে ধীরে ধীরে একটু ঘরকুনো করে ফেলো। নইলে, দূরত্বের যাঁতাকলে এমনভাবে পিষ্ট হয়ে পড়বে, যে শুধু সামনে এগোনো নয়, সোজা হয়ে দাঁড়ানো পর্যন্ত কঠিন হয়ে উঠবে। #foryou#foryoupage#officialtiktok#fpyyyyyyyyyyyyyyyyyyyyyy