🏵️🏵️মায়াবতী🏵️🏵️ :
প্রতি মূহূর্তে অবহেলায় জর্জরিত হয়ে থাকার নাম আসলে ভালোবাসা নয়। যেখানে নিজেকে ছোট মনে হয় রোজ, নিজের অস্তিত্ব নিয়ে প্রশ্ন করতে হয়, নিজেকে অস্তিত্ব সংকটে ভুগতে হয়, সেখানে আর যাই থাকুক না কেনো, ভালোবাসা নেই। সে জায়গাই যত প্রিয়ই হোক না কেন, সে জায়গাটা ভালোবাসার স্থান না।
ভালোবাসা যদি হয় একতরফা বোঝা, যেখানে হাসি কমে গিয়ে কেবল কান্না বাড়ে, যেখানে শুধু একজনকেই স্যাক্রিফাইস করে যেতে হয় দিনের পর দিন, যেখানে সম্পর্কের টানাপোড়েন কেবল একজনকেই গোছানোর চেষ্টা করতে হয়, তাহলে সেখানে থাকতে নেই। সে ভালোবাসা থেকে সরে আসাই শ্রেয়।
কারও প্রতি মায়া, টান কিংবা তুমুল প্রেম থাকার দরুন তাকে ধরে রাখতে যে প্রাণপণ চেষ্টা আমরা করে থাকি, এই চেষ্টাটা এক সময় নিজের বুকেই আগুন ধরায়। নিজেকে ঠাকানোর সবচে সহজ পথটা হচ্ছে এমন কাউকে ধরে রাখার চেষ্টা করা যে কোনোদিনও থাকতে চায় না।
যেখানে ভালোবাসার নামে অবহেলা, বিশ্বাসের বদলে সন্দেহ, ভরসা করার বদলে প্রতারণা আর সম্মানের বিপরীতে অসম্মানের বত্রিশ পাটি দাত খিলখিল করে হেসে ওঠে, সেই সম্পর্ক যত দ্রুত ছিন্ন করা যায় তত মোঙ্গল, ততই নিজেকে রক্ষা করা যায় বিপুল ভাঙনের দাড় প্রান্ত থেকে।
তা ছাড়া ভালোবাসা মানেই তো শুধু আটকে রাখানা। ভালোবাসা মানে মুক্তি, ভালোবাসা মানে শ্রদ্ধ, ভালোবাসা মানে শান্তি, ভালোবাসা মানে কেবল ধরে রাখা না, ভালোবাসা মানে কখনো কখনও হাস্যউজ্জল মুখে যেতে দেওয়া।
যে প্রিয় জিনিস দুঃখ বাড়ায় তা ধরে রাখার মানে জিতে যাওয়া না; নিজের কাছে পরাজিত হওয়া
2025-07-17 15:53:25