Xafi💙 :
সবাই বলে পাশে থাকবে, কেউই থাকে না শেষ অবধি। প্রতিটা মানুষ প্রথমে আশ্বাস দেয়- 'আমি আছি', 'আমি কখনো ছেড়ে যাবো না'- কিন্তু সময়ের সাথে সাথে সব প্রতিশ্রুতি হাওয়ায় মিলিয়ে যায়। কেউই বুঝতে চায় না নিঃসঙ্গতা কী ভয়ানক। শত কথা, শত অনুভব, হাজারো মুহূর্ত ভাগ করে নেয়ার পরেও শেষে যখন নিঃশব্দ রাতে আমি একা হয়ে পড়ি, তখন কেউ খোঁজও রাখে না! একটা সময় ছিলো, ভেবেছিলাম আমি দুর্বল, তাই একা থাকতে কষ্ট হয়। কিন্তু সময় শিখিয়েছে, বারবার ভেঙে পড়ার চেয়ে নিঃশব্দে একা থাকা অনেক শান্তির, অনেক শক্তির। অন্তত নিজের সাথে মিথ্যে বলা লাগে না, অন্তত নিজের ছায়াটুকুও আমাকে ফেলে যায় না। এখন আমি কারো প্রত্যাশায় বাঁচি না, কারো ভালোবাসার আশায় অপেক্ষা করি না। আমি আর আমার নিঃশব্দ একাকীত্ব- এটাই আমার পৃথিবী, এটাই আমার বাস্তবতা। ভালোবাসা হারিয়ে যেতে পারে, মানুষ বদলে যেতে পারে, কিন্তু একা থাকার অভ্যেসটা একবার হলে সেটা ভাঙা যায় না। তাই এখন আর কাউকে দোষ দিই না। কষ্টগুলো নিজের ভেতর জমা রাখি, হাসি মুখে বলি- আমি ঠিক আছি। আর ভেতরে একটা ক্ষীণ আওয়াজ শুধু বলে যায়... 'শেষ পর্যন্ত তুমিই ছিলে তুমার সবচেয়ে বড় সঙ।
2025-07-16 16:12:26