ফরিদপুরের ছেলে :
@ফরিদপুরের ছেলে:মাঝে মাঝে তোমার কথা এমনভাবে মনে পড়ে যে, পৃথিবীর সব কিছু থেমে যায়। চারপাশের কোলাহল স্তব্ধ হয়ে যায়, শুধু তুমি আর আমি থাকি মনে। তখন মন চায়-সব কিছু ছেড়ে তোমার কাছে ছুটে যাই, যেখানে তুমি আছো, ঠিক সেই জায়গায়। শক্ত করে জড়িয়ে ধরি তোমাকে, আর বলি-'তুমি ছাড়া ভালো থাকা যায় না।'
তুমি আমার প্রতিটি নিঃশ্বাসে, প্রতিটি স্বপ্নে, প্রতিটি নীরবতার মাঝে আছো।
তোমার অনুপস্থিতি জুড়ে একটা অপূর্ণতা কাজ করে, যা কারো দিয়ে পূরণ হয় না।
তুমি পাশে না থাকলে, হাজার মানুষের ভিড়েও আমি একা। তুমি আমার শান্তি, তুমি আমার সবকিছু। তোমার ভালোবাসা ছাড়া জীবনটা এক শূন্যতা, এক নিরব কান্না! তুমি থাকলে জীবনটা পূর্ণ, না থাকলে শুধু দীর্ঘশ্বাস। তাই আজ, কাল, চিরকাল...! তোমাকে ছাড়া ভালো থাকা যায় না, এক মুহূর্তও না।"💔😢
2025-07-18 07:00:51