একদিন কারো কাছে তুমি গল্প বলবে, সে ভিষণ লোভী ছিলো,সে ফের প্রশ্ন করবে কিসের জন্য লোভী ছিলো.?? তুমি বলবে. তাকে দুঃখ দিলাম কষ্ট দিলাম.ক্ষত করলাম. ছাইড়া দিলাম তবুও আমার প্রতি তীব্র লোভ ছিলো তার 😅💔
2025-07-17 15:12:38
17
✨𝑏𝑎𝑑 𝑏𝑎𝑏𝑦 𝑔𝑖𝑟𝑙✨ :
kisu bolar vasa nai😅
2025-07-20 16:26:55
4
🥂𝐑𝐈𝐌𝐀:)💋🌷 :
hummm🥺
2025-07-18 07:52:30
5
. :
মরেই তো যেতে চাই যাতে কেউ একজন বুঝে তারে কতটা ভালোবাসি আমি ❤️🩹😅
2025-07-17 15:23:21
94
💠SHAKIB🗿 :
কাউকে অবহেলা করা, কম গুরুত্ব দেওয়া এই ব্যাপারটা এক সময় ভয়ংকর হয়ে দাঁড়ায়। আপনি যখন কাউকে অবহেলা করেন, করে,তার অনুভূতিকে গুরুত্ব দেন না , তখন ইনডাইরেক্টলি আপনি তাকে এটা শিখাচ্ছেন কিভাবে আপনাকে ছাড়া বেঁচে থাকতে হয়।
প্রথম প্রথম সে হয়তো অভিমান করবে, কষ্ট পাবে, কিন্তু সময়ের সঙ্গে, ধীরে ধীরে,সে অভ্যস্ত হয়ে যাবে। একটা সময় সে নিজেই আপনাকে ছাড়া চলতে শিখে যাবে। আর তখন আপনি চাইলেও আগের মত তাকে ফিরে পাবেন না।
এই ব্যাপারটা অনেকটা শীতকালে আগুন পোহানোর মত। শুরুতে আপনি উষ্ণতা পান। ধীরে ধীরে আপনি যখন আগুন লাগানোর উপকরণগুলো (খড়কুটো) দেওয়া অফ করে দেন তখন আগুনটা নিভে যায়। আগুন নিভে গেলে তারপর তাপও থাকে না, আলো ও থাকেনা। তখন আর অভিযোগ করেও লাভ হয় না।
তাই সময় থাকতে যাদেরকে জীবনে রাখতে চান তাদেরকে সময় দিন গুরুত্ব দিন।
প্রতিটা সম্পর্ক রক্ষা করার জন্য শুধু ভালোবাসা না, প্রয়োজন ইগো কমানো, ক্ষমা করা আর এক্সপেকটেশন কম রাখা।😊🕊️❤️🩹💫😄
2025-07-18 02:49:03
3
Tahsin Ahmed🔥 :
:হে সৃষ্টিকর্তা আমি বাঁচতে চাই ,আমাকে বাঁচতে দিন।
আর নয়তো আমার আত্মহত কে হালাল করে দিন ।
কারন আমার বেঁচে থাকাটা পাথরে ফুল ফুটানোর মতো কঠিন হয়ে যাচ্ছে।
আর নয়তো আমাকে এমন জায়গায় স্থির রাখুন।
যেখানে পৃথিবীর মানুষের কোন আনাগোনা, আমি আপনার কসম খেয়ে বলছি আমি আমার বাকি জীবন আপনার আমল করতে করতে কাটিয়ে দিব।🕊️
2025-07-17 17:27:08
2
❤নীল পরী ❤ :
চাইনা কারো ভালোবাসা
2025-07-18 01:54:51
24
ayshaakther324 :
এটাই বাস্তব সাপোর্ট করে গেলাম
2025-07-22 15:05:11
1
🆁🅰🅸🆂🅰 🅹🅰🅷🅰🅽🥹❤️🩹🌸 :
hmm😅💔
2025-07-20 16:05:04
3
Eꜱ֟፝ʜᴜ :
আমিও মরে যেতে চাই আমিও চাই আমাকেও সে ভালোবাসুক 🙂
2025-07-17 18:54:34
27
ohi babu :
Amr bor oh bujhbe akhon dam dey na somoy oh dey na