কমলাকান্তের দপ্তর :
শুনো তোমাকে একটা কবিতা শুনাই....!
তুমি চাইলেই আমাদের একটা প্রেম হতো,একটা বিকেলের গুল্প হতো, বাদামের আড্ডায় ভালোবাসা জমা হতো,একটা বৃষ্টির গল্প হতো, বৃষ্টির জলে স্মৃতি জমা হতো, ভালো বাসাবাসি হতো,তুমি চাইলে অন্য প্রেমিক দের মতো মাঝে মাঝে সামান্য ঝগড়াও হতো
একটা নিরঘুম রাতের গল্প হতো, জোনাকির আলোতে দুজনে অভিমান জমাতাম, তুমি চাইলে আমাদের একটা সংসার হতো,একটা চিলেকোঠার মতো ছোট্ট ঘর হতো,একটা দায়নিং টেবিল একটা সফা ইত্যাদি আসবাবপত্র দিয়ে তা মনের মতো সাজানো হতো,তুমি চাইলেও আমাদের একটা রাজকন্যাও হতো,তার নাম রাখা নিয়ে খুনসুটি ও হতো,তাকে নিয়েই আমাদের একটা জগৎ হতো,৩ জনের ছোট্ট একটা সংসার হতো,তুমি চাইলেই সব হতো,আমাদের একটা প্রেম হতো সংসার হতো, কিন্তু তুমি চাইলে না তাই আজ সব হয়েও আমাদের কিচ্ছুই হলো না🥀❤️🩹🍂 মায়াবতী তুমি আমার হয়েও আমার হলে না 🥹☺️
2025-07-17 20:04:46