কাউকে অবহেলা করা, কম গুরুত্ব দেওয়া এই ব্যাপারটা এক সময় ভয়ংকর হয়ে দাঁড়ায়। আপনি যখন কাউকে অবহেলা করেন, করে,তার অনুভূতিকে গুরুত্ব দেন না , তখন ইনডাইরেক্টলি আপনি তাকে এটা শিখাচ্ছেন কিভাবে আপনাকে ছাড়া বেঁচে থাকতে হয়।
প্রথম প্রথম সে হয়তো অভিমান করবে, কষ্ট পাবে, কিন্তু সময়ের সঙ্গে, ধীরে ধীরে,সে অভ্যস্ত হয়ে যাবে। একটা সময় সে নিজেই আপনাকে ছাড়া চলতে শিখে যাবে। আর তখন আপনি চাইলেও আগের মত তাকে ফিরে পাবেন না।
এই ব্যাপারটা অনেকটা শীতকালে আগুন পোহানোর মত। শুরুতে আপনি উষ্ণতা পান। ধীরে ধীরে আপনি যখন আগুন লাগানোর উপকরণগুলো (খড়কুটো) দেওয়া অফ করে দেন তখন আগুনটা নিভে যায়। আগুন নিভে গেলে তারপর তাপও থাকে না, আলো ও থাকেনা। তখন আর অভিযোগ করেও লাভ হয় না।
তাই সময় থাকতে যাদেরকে জীবনে রাখতে চান তাদেরকে সময় দিন গুরুত্ব দিন।
প্রতিটা সম্পর্ক রক্ষা করার জন্য শুধু ভালোবাসা না, প্রয়োজন ইগো কমানো, ক্ষমা করা আর এক্সপেকটেশন কম রাখা।😊🕊️❤️🩹
Wait,,it's very hard feelings... কারো জন্য অপেক্ষা করতে থাকা অনেক কঠিন। কখন একটা মেসেজ দিবে কখন তাকে নিজের করে পাবো। কীভাবে তাকে বুঝাতে পারবো তাকে ছাড়া থাকা অসম্ভব 🫠 অপেক্ষা করতে সবাই পারে না এইরকম যন্ত্রণা সহ্য করে। তাকে পাবো নাকি পাবো না কী অদ্ভুত এক যন্ত্রণা নিয়ে অপেক্ষা করা লাগে 😊❤️🩹
2025-07-17 15:43:33
10
<< blue_berry >> :
তোমার জন্য ওয়েট করতে আমার সেই লাগে.....!!😅❤️🩹
আর সব থেকে ভালো লাগে কি জানো.....?☺️যখন অনেকক্ষণ ওয়েট করার পর তুমি আসো......!!🥺
কেমন জানি ম্যাজিকেল ফিল হয়......!!😌💝
2025-07-17 15:56:56
6
☁️•.𝐌eghlα𓏧♡🪕🐚 :
🙄💔 [etai caption]
2025-07-16 06:05:09
6
♡ :
তোমার জন্য W8 করতে আমার সেই লাগে,, 😫🫀✨আর সব থেকে ভাল্লাগে কি জানো,, 😫🫶🏻??যখন অনেকক্ষণ W8 করার পর তুমি আসো!! 😫🌷কেমন যেন একটা ম্যাজিকাল ফিল হয়,, 😫✨
2025-07-17 11:12:10
7
To see more videos from user @__sami_bhaiyaaa__, please go to the Tikwm
homepage.