"চুপ করে থাকা মানেই ভুলে যাওয়া নয়...অনেক সময় নীরবতা সবচেয়ে বড় চিৎকার। আমি চুপ থাকি,কারণ আমি জানি, বলা কোনো সমাধান নয়।আমার অনুভূতি ওজন কেউ বইতে পারবে না,আর বোঝার চেষ্টাও কেউ করে না।দিনের পর দিন হেসে গেছি এমনভাবে, যেন আমি সত্যিই ঠিক আছি...অথচ রাতের অন্ধকারে একা হয়ে কেঁদেছি, ভেঙে পড়েছি নিজেই নিজের মাঝে। কেউ যখন দূরে যায়, তখন শুধু তারা হারায় না—আমার একটা অংশও নিয়ে যায়। কেউ যখন কথা রাখা ভুলে যায়,তখন শুধু প্রতিশ্রুতি নয়, ভেঙে যায় বিশ্বাসও।এই দুঃখগুলো কারো চোখে পড়ে না, পড়ে কেবল আমার মনের এক কোনায় জমে থাকা অস্রোতে। জীবন আমাকে অনেক কিছু শিখিয়েছে – বিশ্বাস করতে নেই, আশা করতে নেই, আর ভালোবেসে কিছু পাওয়া যায় না। এখন আমি কেবল নিঃশব্দে হেরে যাওয়ার কথা ভাবি,কারণ যুদ্ধে জয়ী হলেও আমি তো আর আগের আমি নেই "!!! 😅❤️🩹🖤🥀মৃত্যুর আগ পর্যন্ত মনে থাকবে একটা
মানুষ কে পাওয়ার জন্য অসহায়ের
মতো কান্না করছি তবুও সে আমার
হয়নি..!😅❤️🩹