@মাঁহঁমুঁদঁ 👑 ভাঁইঁ Ⓜ️:তোমায় নিয়ে হাজারো কবিতা হাজার বার দেখতে মন চায় তোমার ওই ছবিটা চোখ খুলতে দেখি আমি তুমি হীন ছায়াটা কিভাবে কাটে বল তোমার প্রতি মায়াটা যতই দেখি ততই বাড়ে তোমার প্রতি মায়া সারা জীবন থেকে যাইও তুমি আমার বৃক্ষ ছাড়া ছায়া ভোরের আলোয় তুমি আমার হাজার সূযেরে কিরণ আমার জীবন তোমার জন্য নেই কোনো বারণ হঠাৎ বৃষ্টি নামলে জানালায় বাড়িয়ে দিও তোমার দুটি হাত আমি বৃষ্টি হয়ে খুঁজবো তোমার ছোঁয়ার অজুহাত ভালোবাসা কাকে বলে তা হয়তো আমি জানিনা তবে তোমাকে ছাড়া একটা মুহূর্ত মনটা আমার মানে না তোমার হাসিতে হাসি আমি হাসি পুরো পৃথিবী কান্না তোমার মানার না প্রিয় আমার সামিয়া তুমি ফুল তবে তোমার কাঁচা কলের কলি প্রতিটা দিন তোমায় নিয়ে হাজার কথা বলি চাঁদ ছুটিতে পারিনা হাজারো মাইল দূরত তাই তোমার বুকে থাকি সেটাতেও গুরুত্ব সন্ধ্যা হইলে ডুবে যায় দুনিয়ার আলো আলো হয়ে ছায়া দিব সত্যিই হোক না কালো হাত ছেড়ো না মায়া জড়িয়ে তোমার জ্বালে বন্দী হাজারো বিচ্ছেদের পর আবার চাই আমার সাথে সঙ্গী বিশ্বাস তুমি নিঃশ্বাস তুমি তুমি আমার ছায়া ভালোবাসি তোমায় সারা জীবন থেকো শুধু আমার হয়ে
2025-07-16 12:29:52
9
To see more videos from user @muniyarox360, please go to the Tikwm
homepage.