সে তো চলে গিয়েছে আমাকে একা ফেলে কিন্তু রেখে গেছে আমার কাছে তার অনেক গুলা স্মৃতি তাই তো আজ প্রতিটা গভীর রাতে সিগারেট হাতে নিয়ে তার কথাই ভাবি মানুষ প্রেমে পড়ে বহুবার কিন্তু মায়ায় পরে একবার সে আমাকে ছেড়ে গেছো আজ আর ৩৮ দিন আর আমি এখনো তার মায়ায় আটকে আছি কিছুতেই তার ওই রেখে যাওয়া স্মৃতি মায়া আমার পিছু ছাড়ছে না .আটকে আছে আমার সাথে আটার মত যেদিকে যায় সেদিকে শুধু তার ওই মায়া ওই রেখে যাওয়া স্মৃতি আমার মনে পড়ে তকন সৃষ্টি হয় আমার বুকের ভেতর হৃদয় ভাঙ্গা গর্জন হাহাকার 💔😔,,,!!
2025-07-23 02:38:15
0
Rifat Miah :
এত সুন্দর মেয়েও ছ্যাকা খায় 😱😆🤭
2025-07-16 19:52:02
62
>>R.S ☞Hasan 🚩 :
Best friend hoba 🖤
2025-07-22 17:02:28
1
Sun Chaudhary🇮🇹🇮🇹🇮🇹🇸🇦 :
@𝗔𝗟𝗩𝗜......🌊😊:তুমি চলে গেলে আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম, যে মানুষ তোমাকে ছাড়া একটা দিনও থাকতে পারবে না। বলতো সে মানুষটা আজ কি করে চিরদিনের জন্য ছেড়ে চলে যেতে পারে! ভাবতেই যেনো আকাশ ভেঙে পড়লো। আমি ভালোবাসি বললাম তুমি মুখ ফিরিয়ে নিলে পরক্ষণেই ভাবলাম এই তুমি কোনো একটা সময়ে ভালোবাসি কথাটি শোনার জন্যে পাগলামো করতে। অথচ আজ সেই তুমি আমায় এড়িয়ে যেতে চাও। ভেজা চোখে তোমার হাত দুটো ধরে বললাম থেকে যাও হাতটা ছুঁড়ে দিয়ে বললে এসব অভিনয় আমার ভাল্লাগে না, অথচ এই তুমি কোনো একটা সময়ে আমার হাত ধরে জীবনের বাকিটা সময় পাড়ি দেয়ার প্রতিজ্ঞা করেছিলে। হঠাৎ মনে পড়লো, যে মানুষটা আমার হাসিতে ঠোঁট মিলিয়ে হাসতো হৃদয়ের ঢেউ ভেঙে আসা চোখের জলও আজ তার চোখে পড়লো না। মানুষ কত নিষ্ঠুরভাবে বদলে যেতে পারে। কত সহজেই মানুষ ভালোবাসা ভুলে যায়, ভুলে যায় ভালোবাসার মানুষ!! তোমার এভাবে ছেড়ে যাওয়া মেনে নিতে পারিনি অবাধ্য হয়ে গাল বেয়ে ঝরে পড়লো চোখের জল, তবুও ভেজা চোখে তোমার পথে চেয়ে রইলাম তাকিয়ে থাকলাম এক বুক আশা নিয়ে, যদি একবার তুমি পিছু ফিরে দেখো যদি একবার ফিরে এসে জড়িয়ে ধরে বলো ভালোবাসি। তবুও তুমি ফিরলে না! হারিয়ে গেলে দৃষ্টির সীমানা থেকে। পথ ফুরালো পথের বাঁকে তুমিও অদৃশ্য হলে শুধু অবিরত ঝরলো আমার চোখের জল।তবে মনে রেখো..!!
পৃথিবীর কোন এক প্রান্তে, এক ক্ষুদ্র মানব, তোমায় আজীবন ভালোবেসে যাবে..!! 😭💔
2025-07-17 10:25:05
5
💎𝐈𝐓's.𝐍𝐈𝐑𝐎𝐁💎🇵🇹 :
Apu Big fen🙂
2025-07-17 03:42:08
11
💫_‼️M_A_S_T_E_R‼️_💫 :
boyos koto tmr bon 😳😅
2025-07-17 15:05:07
8
☄️♧ رافيول سيام🚩 :
কাউকে অবহেলা করা, কম গুরুত্ব দেওয়া এই ব্যাপারটা এক সময় ভয়ংকর হয়ে দাঁড়ায়। আপনি যখন কাউকে অবহেলা করেন, করে,তার অনুভূতিকে গুরুত্ব দেন না , তখন ইনডাইরেক্টলি আপনি তাকে এটা শিখাচ্ছেন কিভাবে আপনাকে ছাড়া বেঁচে থাকতে হয়।
প্রথম প্রথম সে হয়তো অভিমান করবে, কষ্ট পাবে, কিন্তু সময়ের সঙ্গে, ধীরে ধীরে,সে অভ্যস্ত হয়ে যাবে। একটা সময় সে নিজেই আপনাকে ছাড়া চলতে শিখে যাবে। আর তখন আপনি চাইলেও আগের মত তাকে ফিরে পাবেন না।
এই ব্যাপারটা অনেকটা শীতকালে আগুন পোহানোর মত। শুরুতে আপনি উষ্ণতা পান। ধীরে ধীরে আপনি যখন আগুন লাগানোর উপকরণগুলো (খড়কুটো) দেওয়া অফ করে দেন তখন আগুনটা নিভে যায়। আগুন নিভে গেলে তারপর তাপও থাকে না, আলো ও থাকেনা। তখন আর অভিযোগ করেও লাভ হয় না।
তাই সময় থাকতে যাদেরকে জীবনে রাখতে চান তাদেরকে সময় দিন গুরুত্ব দিন।
প্রতিটা সম্পর্ক রক্ষা করার জন্য শুধু ভালোবাসা না, প্রয়োজন ইগো কমানো, ক্ষমা করা আর এক্সপেকটেশন কম রাখা।😊🕊️😄✨❤️🩹💫🙃
2025-07-17 12:39:12
3
☠︎꧁༒☬SHÃĶÎB☬༒꧂☠︎ :
cute 🥰🥰
2025-07-17 13:20:57
2
⎯⃝࿐💗SIHAB BHAi⎯͢⎯⃝🩷🫰:⎯⃝"🪽 :
Apu Big fen 💗😘
2025-07-17 05:58:32
2
🕸️𝐀𝐲𝐞𝐬𝐡𝐚 𝐁𝐛𝐳..💋✨ :
𝐀𝐰𝐰𝐰𝐰𝐰𝐰😩❤️
2025-07-17 03:41:20
4
SK subahan :
Mash alllha 😍💔😍
2025-07-17 01:34:28
6
queen Tithi Akther :
oh well that's good student loan forgiveness for..??????
2025-07-17 10:49:02
3
Hk......gangleader :
👍good job 😅
2025-07-16 22:39:32
5
Ahmed Shakib :
nice your face
2025-07-16 17:14:43
5
꧁🧠🔪 _ সাইকো _ 🤝🥷 :
𝗔𝘄𝘄 😫💓
2025-07-17 10:18:39
3
🇧🇩Md Rasel Khan 🇵🇰 :
what's your name and home
2025-07-17 15:20:20
3
ইট'স জাহিদ :
ক্ষণস্থায়ী এ জীবনে তুমি অন্য কারো হবে, এটা ভেবেই দেহ থেকে রুহ বেরিয়ে আসে!
এ জীবনে তোমারে পাওয়া হলো না, আর কোনো কালেই তুমি আমার হবে না। কুরআনে তো বলাই আছে- "এ জীবনে যে যার সঙ্গী, পরকালেও সে তার'ই থাকবে"।
তবে কি আমি তোমাকে ইহকাল ও পরকাল, সব কালের জন্য'ই হারাইলাম...?