@sdsajib48: হিন্দুধর্মে প্রধান দুই দেব দেবী হলেন মহাদেব ও পার্বতী। মনে করা হয় এই বিশ্ব ব্রহ্মাণ্ডে তাঁরাই হলেন আদিমতম দম্পতি। মহাশিবরাত্রিতেই শিব ও পার্বতী বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। এই দিনে শিবভক্তরা উপবাস রাখেন, ধ্যান করেন ও মহাদেবের আরাধনা করেন। মন্দিরে মন্দিরে এদিন শিব পার্বতীর ব্রতকথা পাঠ করা হয়ে থাকে। মহাদেব ও পার্বতীর এই প্রেমকথায় লুকিয়ে আছে জীবনের অনেক শিক্ষা।#জয়_সনাতন_ধর্মের_জয়🙏🙏 @prodipbiswas414.