আমার শহরে প্রেমে পড়া বারণ😅💔 :
🥀
🌸 গল্পের নাম 👈 শখের মানুষ ছিলো, কিন্তু আমার কপালে ছিল না… 🌸
━━━━━━━━━━━━━━━━━━━
📢 (এই গল্পটা একতরফা ভালোবাসার — যেটা ছিলো সত্যি, কিন্তু ছিলো না চিরস্থায়ী)
━━━━━━━━━━━━━━━━━━━
সে ছিল তার স্বপ্নের মানুষ।
হেঁটে যাওয়ার ভঙ্গি,
হাসির শব্দ, চোখের চাউনিতে যেন সারা পৃথিবীটাই থেমে যেত!
ছেলেটা প্রতিদিন দূর থেকে তাকিয়ে থাকতো।
মনে মনে বলতো —
“ইস্, যদি একটাবার তাকিয়ে দেখতো…
জানতো আমি কেমন ভালোবাসি ওকে।” 😅
কিন্তু মেয়েটা ব্যস্ত ছিল নিজের জগতে।
সে জানতোই না, কেউ একটা তার নাম মুখে না নিয়ে প্রতিদিন দোয়া করে…
---
একদিন হঠাৎ কথা হলো।
তারা বন্ধু হলো।
ছেলেটা ভেবে নিলো —
"এই তো, এবার আমার স্বপ্নটা সত্যি হবে!"
কিন্তু সময়ের খেলায় ছেলেটা বুঝলো —
মেয়েটা তাকে বন্ধু ভাবে, কিছুই তার চেয়ে বেশি না।
একদিন মেয়েটা বলে ফেললো,
> “তুই খুব ভালো, রে…
কিন্তু আমি তোর জন্য বানানো মানুষ না।
তুই deserve করিস এর চেয়েও ভালো কিছু!” 😔💔
ছেলেটা হেসে ফেললো।
ভেতরে বুকটা কাঁদছিল, কিন্তু মুখে বললো—
> “হুম… মানুষটা আমার খুব শখের ছিলো,
কিন্তু আমি তার যোগ্য ছিলাম না…!” 😅💔
---
আজ মেয়েটা সুখে আছে, অন্য কারো হাতে হাত রেখে।
আর ছেলেটা এখনো মাঝে মাঝে আকাশ দেখে,
হাসতে হাসতে ফিসফিস করে বলে—
> “আল্লাহ, আমি তো চাইনি সব…
শুধু চেয়েছিলাম, আমার শখের মানুষটা একদিন বলুক —
‘তুইই ছিলি আমার সত্যি।’” 😞
---
🥀
তাই বলছি মামা 👈 সব ভালোবাসার শেষ হয় না মিলনে।
কিছু শখের মানুষ কপালে না থাকলে, শুধু দোয়া হয়ে বেঁচে থাকে…
━━━━━━━━━━━━━━━━━
2025-07-18 09:10:36