Mutki bubu :
যারা বুঝে না তাদের জন্য আমি যতটুকু পারছি translation করছি 🙂🙏💔 যখন তখন করো কেনো, হাতে মশকারি,কিছু বললে গাল ফুলায় তুমি,থাকো চুপ করে,তোমারে দেখলে কার মাথাটা,রাখতে পারবে ঠিক,সারা গায়ে রুপের আলো,করে রে ঝিকমিক,তুমি মাঝে মাঝে আগুন জালায় দিয়ে,লুকায় থাকো কই,এ বয়সে প্রেমের জ্বালা, বলনা কেমনে সই,তুমি বলনা কেমনে সই,তুমি বলোনা কেমনে সই,আরে পুইশ্যা পুইশ্যা (মানে আসলে আমিও কনফিউশান এ আছি হয়তোবা ফাম টাম দিয়ে এমন কিছু বুঝাইছে ঠিক জানি না),ভাইল দিয়ে প্রেমের মিষ্টি কথা বলে,কলি ফুলে দাগ লাগাইলা, প্রেমের মধু নিয়ে,
2025-07-27 12:28:24