🇲🇾 শখের প্রবাস 🇧🇩 S :
আমার মন থেকে যে বিষয়টা এখন একেবারেই সরে গেছে, তা হলো নতুন কোনো মানুষের সাথে পরিচিত হওয়া কিংবা তাদের সাথে গভীর সম্পর্ক তৈরি করা। একসময় জীবনের পথে চলতে চলতে কত মানুষের সাথেই না পরিচয় হয়েছে! প্রথমে তাদেরকে আপন মনে হতো, কথা হতো, গল্প হতো, অনুভূতির আদান-প্রদান হতো। কিন্তু আশ্চর্যভাবে সময়ের সাথে সাথে সেই মানুষগুলোই যেনো ধীরে ধীরে অচেনা হয়ে গেছে। তারা এখন এমন এক দূরত্বে, যেখানে তাদের কোনো খবরও রাখি না, তারাও রাখে না। অথচ একসময় মনে হতো, ওরা থাকবে পাশে, ওদের ছাড়া দিন কাটবে না।
এই পরিচিত হয়ে আবার অপরিচিত হয়ে যাওয়ার অভিজ্ঞতা আমার কাছে ভয়ংকর লাগে। মনে হয়, এই যে এত আপন, এত প্রিয় হয়ে ওঠা, তারপর এমন নিঃসঙ্গ দূরত্বে হারিয়ে যাওয়া – এটা যেনো এক ধরনের মৃত্যু। বেঁচে থেকেও কেউ কেউ মরে যায় আমাদের জীবনে। তাদের অস্তিত্ব থেকে যায় শুধু স্মৃতির ভেতর, বাস্তবে আর কোনো যোগসূত্র থাকে না।
তাই এখন মনে হয়, নতুন কারো সাথে পরিচিত হওয়ার মধ্যে কোনো শান্তি নেই। বরং ভয় আছে। ভয় যে, এই মানুষটিও একদিন হারিয়ে যাবে। এই মানুষটিও একদিন এমন অচেনা হবে, যাকে সামনে পেয়েও মনে হবে কত দূরের, কত অপরিচিত। তাই নিজেকে বারবার বলি – পরিচিত হয়ে আবার অপরিচিত হয়ে যাওয়ার চেয়ে, কখনো পরিচয়টাই না হোক ভালো। না থাকুক কোনো নতুন নাম, নতুন মুখ, নতুন গল্প। না থাকুক নতুন কোনো অনুভূতির জন্ম, যাতে তার মৃত্যু দেখার বেদনা না পেতে হয়।
এখন মনে হয়, একা থাকাটাই সবচেয়ে নিরাপদ। কারণ একা থাকলে হারানোর ভয় থাকে না। কোনো সম্পর্কের শূন্যতা অনুভব করতে হয় না। পরিচিত হয়ে আবার অচেনা হয়ে যাওয়ার ভয়ংকর অভিজ্ঞতা থেকে নিজেকে বাঁচানোর এটিই একমাত্র উপায়। পরিচয় না হলে, বিদায়ও হয় না। সেই নির্জনতা হয়তো নিঃসঙ্গতা এনে দেয়, কিন্তু অন্তত হারানোর তীব্র বেদনা থেকে তো মুক্তি দেয়।🙂
2025-07-20 15:29:48