@no.love.pain1863281714: নিরবতার দুই মুখ কে কোনটা সেটা সময় বলে দেয়। সব নীরব মুখেই ভাঙ্গা নয় কিছু মুখ ভাঙতে জানে। তাদের চোখে শব্দ নেই কিন্তু চিন্তার আগুন লুকানো থাকে। কে কতটা বিপজ্জনক সেটা চিৎকারে নই, সময়েই ধরা পড়ে। নীরবতা যদি বাঁচাই তবে সে চাইলে শেষও করতে পারে।