MD BIPLOB Khan সাবেক ভদ্রলোক :
@,,,Biplob,,,🌷:কোনো কারণ ছাড়াই তোমাকে, আরোও কিছুকাল মনে রাখবো আমি,,তোমায় মনে রাখতে গিয়ে দৈনন্দিন রুটিন বদলে ফেলবো তা নয়, স্বাভাবিক মানুষের মতোনই যাপন করবো জীবন।
তোমায় মনে রাখবো মানে এই নয় যে তোমার দেওয়া দুঃখ ভুলে যাবো, শেকড় ছাড়া কি আর বৃক্ষকে কল্পনা করা সম্ভব?তোমার দুঃখগুলোকে রাখবো আমার হৃদয়ে।
আমি তোমায় পাইনি বলে অন্যকেউ তোমায় পাবে না তা তো নয়, প্রকৃতি এমন যে, একপাশ ভেঙেচুরে নিয়ে অন্যপাশ ভরাট করে দারুণ মমতা নিয়ে, এটাই নিয়ম,
তোমাকে কোনোরকম কারণ ছাড়াই আরোও কিছুকাল মনে রাখবো আমি; এরকম তোমায় মনে রেখে হাঁটতে হাঁটতে বহুকাল পার হবার পর আমি গিয়ে থামবো এক ভোরে পৃথিবীর ওপাশে।
ততক্ষণে তুমি শুধু জানবে, কাউকে মনে রেখে পুরো পৃথিবী হেঁটে আসা যায়, হাঁটতে হাঁটতে চলে যাওয়া যায় মৃত্যুর কাছেও, তবুও নিজের কাছে ফেরা যায় না আর কখনোও!,,,💔😅🥀
2025-07-21 05:30:31