Sumon Vai :
প্রিয়
আপনি তো জানতেন বিশ্বাস ভাঙ্গার কষ্ট! আপনি তো দেখেছেন চেনা মানুষ বদলে যাওয়ার ভয়ঙ্কর রূপ! আপনি তো সবকিছুই বুঝতেন, জানতেন, তবুও কেন যেনে বুঝে সে ভয়ংকর, বিদ্ধস্ত জীবন আমাকে দিলেন !
আপনি আপন হয়েও আপন হইলেন না! আগলে রাখার নাম করে গোপনে নিঃস্ব করলেন! ভালবাসি ভালবাসি বলেও ছলনা করলেন !
আপনি যদি একটুও চাইতেন তাহলে আমাদের সব হতো! আমাদের অনেকগুলো সুন্দর সকাল হতো, একটা প্রেম হতো, বাস্তব একটা নাম হতো আমাদের সম্পর্কের, ঘর হতো, সংসার হতো, সুন্দর একটা বয়স্ক কাল হতো , কিন্তু আপনি চাইলেন না তাই সব হয়েও আমাদের কিছু হলো না।
সুন্দর সকাল হলো না, প্রেম হলো না, সম্পর্কের কোনো নাম হলো না, ঘর হলো না, সংসার হলো না, বয়স্ক কাল হলো না! আপনি চাইলেন না বলেই সব হয়েও আজ আমাদের কিছু হলো না
2025-08-02 05:24:56