disamoni :
যখন আমার বিয়ে হয়, আমার ভাই ছোট ছিল। একদিন দেখতে আসে আমায়, কালি হাতে এসেছিল বলে শাশুড়ী কথা শুনিয়েছেন, ফ্রিজ থেকে কিচ্ছু বার করতে দেননি,যা রান্না ছিলো ঘরে তা দিয়ে বাত দিসি,মুলার তরকারি, লালশাক বাজি।যানেন অনি দিন খুব কান্না করেছি। এর কয়মাস পর ভাই আবার আসে,হাতে ছিল 2 কেজি মিস্টি,এককেজি দই 1লিটার কোক,অই দিন শাশুড়ী মা খুব খুশি, আমি জিজ্ঞেস করলাম টাকা কই ফেলি বলে, আপু টিফিনের খাবার টাকা, আর গাড়ি বারার টাকা বাচিয়েছি,আর পার্ট টাইম ইটের ভাট্টায় কাজ করে কিচ্ছু টা পাই,এইসব মিলিয়ে আরকি,জানেন একটা ড্রেস ও এনেছি ওই দিন আমার জন্য, খুব কান্না করেছি ওই সময়, এই ড্রেসটা আমার কাছে অনেক দামি, এখন শাশুড়ী বেচে নেই আর ভাই ও চোট নেই,এখন ও বিসনেসমেন, হরেক রকম রান্না করে আনতে পারিনা,কত বিজি কল দিয়ে কথা বলে, বিশ্বাস করেন অইদিন এর কথা আনার আজো মনে পরে🥹🥹
2025-07-21 07:14:55