SAMI MALS :
ধরো কোনো এক রাতে আমি মরেই গেলাম , সকাল বেলা কেউ টের'ও পেল না আমি আর নেই , সবাই ভাবলো রাত জেগেছে হয়তো ঘুমাক আরেকটু , সকাল পার হয়ে সূর্য যখন মধ্যে গগনে এবার কারো কারো মনে হলো এখনো কেন উঠছি না আমি প্রথমে কেউ কেউ নাম ধরে ডাকলো তারপর বেশ জোর নাম ধরে ডাকলো কয়েক বার তারপর যখন গায়ে ধাক্কা দিলো জোরে ঠের পেলো আমার শরীর হিম শীতল হয়ে আছে এরপর আর কি বাকি মরা বাড়ির মতো সবাই কান্না কাটি চিল্লাপাল্লা হলো কিন্তু তুমি তখন ও জানো না, আমি আর নেই তুমি যে আমাকে যেদ দেখাচ্ছো আগে কখনো কল বা মেসেজ করবে না তুমি এর মাঝে দুপুর গড়িয়ে বিকেল প্রায়. এর ফাঁকে আমাকে আমার গন্তব্য নেওয়ার প্রস্তুতি শেষ , শেষ গোসল জানাযা কবর কোরা সবই শেষ , কিন্তু তুমি তখন ও জানো না আমার নতুন ঘরে আমাকে নিয়ে যাচ্ছে সবাই বাদ আসর আমকে সবাই আমার নতুন ঠিকানায় রেখে এলো , এরপর হলো সন্ধ্যা তবো তোমার থেকে শুভ সন্ধ্যা তোমাকে এই মেসেজ'টা এলো না আসবে কি করে, আগে মেসেজ দিলে যে তুমি আমার সাথে করা তোমার প্রতুযুকিতায় হেরে যাবে , সন্ধ্যা পার হয়ে রাত হয়ে গেলো তুমি রাতের খাবার একা'ই খেয়ে নিলে অনেক সময় ভিডিও দেখলে, তারপর ফেসবুকে আসলে কি মনে করে আমার ইনবক্সে আসলে , এসে দেখলে আমি আরো ২২ ঘন্টা আগে এক্টিভ ছিলাম , একটু আশ্চর্যো হলে , হয়তো একটু চিন্তিত হলে, প্রথমে ভাবলে আমাকে নিযে থেকে নক করলে হেরে যাবে তুমি , পরে ভাবলে দেই একটা কল কিছু একটা বলে কথা অন্য দিকে ঘুরিয়ে দেব , কল করলে আমার নাম্বারে নাম্বার বন্ধ আবার করলে অনেক বার চেষ্টা করলে বেশ কয়েক বার করলে কিন্তু নাম্বার বন্ধ দেখাচ্ছে , এবার তোমার একটু ভয় লাগলো অসুস্থ হলাম বা কোনো দূর ঘটনা হলো না তো , তারপর আমার অনেক বেশি কাছের একজনে'র কাছে কল করলে বেশ কয়েক বার কল করলে রিং হওয়ার পর রিসিভ হলো, হ্যালো বললো প্রিয় মানুষ'টা আমার কিন্তু কান্না ভেজা কন্ঠ সুর , তুমি একটু জোরে বললে কি হয়েছে আমাকে আমাকে খুঁজলে ওপাশ থেকে জানিয়ে দেওয়া হলো আমি আর নেই এই পৃথিবীতে রাতে ঘুমানোর পর আর উঠিনি , এরপর তোমার অনুভূতি কেমন হবে , অবাক হবে চিৎকার করে উঠবে ? না কি আপদ বিদায় হয়েছে ভেবে স্বস্তি পাবে, আমি জানিনা , সে সময় তোমার অনুভূতি কেমন হবে , শুধু আমি জানি আমার সাথে তুমি ইগো নামক যে প্রতিযোগিতায় নেমেছিলে আমি পৃথিবী থেকে বিদায় নিয়ে এই প্রতিযোগিতায় তোমাকে হারিয়ে যাব । ☺️❤️🩹
2025-07-21 16:43:19