G.M.TANVIR..lSlAM..SAKIB🤘🥰🤗 :
হাসপাতালের সাদা বেডশীট, হাতে ক্যানোলার ইনজেকশন আর মন ভরা অভিমান.. যাকে সবচেয়ে বেশি মনে পড়ে, সে জানেই না আমি এখানে শুয়ে আছি। জীবনের কষ্টগুলো যেন ক্যানোলার পথ ধরে শরীরে প্রবেশ করে.. কি নিদারুণ যন্ত্রণা.. না যায় সহ্য করা, না যায় কাউকে বলা..! আর হৃদয় বলে, "আপনাকে না জানিয়ে কিভাবে এই ব্যাথা সহ্য করি..?"
আর সেই মানুষটা জানেই না কি নিদারুণ কষ্ট পার করছি..! অনুভূতি বুঝাতে পারি না বলেই এত যন্ত্রনা হয়!
আপনাকে বলা যায় না-ঠিক কেমন লাগে, কতটা অসহায় বোধ করি নিজেকে! এড়িয়ে যান বোধ হয়, নয়তো চুপচাপ শুনে হিমেল বাতাসে উড়িয়ে দেন সব। আপনাকে বুঝাতে পারিনা বলেই এত দুঃখ হয়! কত কিছু ঘটে যায়, কত ঝড় বয়ে যায়, অশান্ত করে দেয় হৃদয়! ঠিক কেমন লাগে, আপনাকে বুঝাতে পারিনা! আপনি কখনো জানতেও চাইলেন না, কতটা যন্ত্রণা পেলে মানুষ নিজেকে ভালবাসতে ভুলে যাই! শুধু আপনি বুঝেন না বলেই এত আক্ষেপ হয়। নীরবতার ভাষা, অভিমানের দগ্ধ হওয়া কথা দের, বুকের বাম পাশে চিনচিন ব্যথাদের, কোন কিছুই বুঝে না আপনি! এই যে এত আবেগ, এত ভালবাসা, এত করে আপনাকে চাওয়া, আকাঙ্ক্ষা দের আপনি কেমন আগ্রহ করেন! আমার যে তাতে দুঃখ হয়, যন্ত্রণা হয়, কোন কিছুই ভালো লাগেনা! আপনাকে বুঝাতে পারিনা বলেই এত যন্ত্রনা হয়! কতভাবে, কত করে আপনাকে বুঝাতে গিয়েও ব্যর্থ হয়ে ফিরে আসি বারবার! এই যন্ত্রণা আপনাকে কিছুতেই বুঝাতে পারি না বলেই আরো বেশি যন্ত্রণা হয়!
2025-07-28 18:29:43