বাংলা উচ্চারণ:
আল্লাহুম্মা আনতা রব্বি, লা ইলাহা ইল্লা আনতা, খালাকতানি ওয়া আনা আবদুকা, ওয়া আনা ‘আলা আহদিকা ওয়া ওয়াদ্দিকা মাসতাতু’তু, আ’উযু বিকা মিন শাররি মা সানা’তু, আবু’উ লাকা বি নিঅ’মাতিকা ‘আলাইয়া, ওয়া আবু’উ বিযাম্বি, ফাগফির লি, ফাইনّهু লা ইয়াগফিরুয জুনূবা ইল্লা আন্তা।
বাংলা অর্থ:
“হে আল্লাহ! আপনিই আমার প্রতিপালক। আপনি ব্যতীত আর কোনো উপাস্য নেই। আপনিই আমাকে সৃষ্টি করেছেন এবং আমি আপনার দাস। আমি আমার সাধ্যানুযায়ী আপনার সঙ্গে কৃত অঙ্গীকার ও প্রতিশ্রুতিতে অবিচল আছি। আমি আমার কৃতকর্মের অনিষ্ট থেকে আপনার আশ্রয় প্রার্থনা করছি। আমি আপনার নেয়ামতের স্বীকৃতি দিচ্ছি এবং নিজের গোনাহের স্বীকৃতিও দিচ্ছি। অতএব আপনি আমাকে ক্ষমা করে দিন। নিশ্চয় আপনি ব্যতীত আর কেউ গোনাহ মাফ করতে পারেন না।”
⸻
এটি সকালে ও সন্ধ্যায় পড়া অত্যন্ত ফজিলতপূর্ণ। রাসূলুল্লাহ (সা.) বলেছেন, যে ব্যক্তি এই দোয়া সকালবেলা পড়ে এবং সেই দিন সন্ধ্যার আগেই মারা যায়, সে জান্নাতে যাবে। আর যে ব্যক্তি এই দোয়া সন্ধ্যাবেলা পড়ে এবং রাতের আগেই মারা যায়, সেও জান্নাতে যাবে। (বুখারি)☺️💗
2025-07-21 01:00:30
33
Sumaiya :
আলহামদুলিল্লাহ
2025-07-22 08:06:15
1
Oishe Islam :
আমি মারা গেলেও এই কালিমার দাওয়াতটা থেকে যাবে😌❤️🩹
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাঃ
♥️