😇সাধু রূপে আমি...!🥰 :
:🩹এই যে সনো 🥰 আজও লিখতে বসেছি তোমার উদ্দেশে, যদিও জানি, এ চিঠি কখনোই তোমার হাতে পৌঁছাবে না। তবুও মনে হয়, হয়তো এই শব্দগুলোর মাঝে তুমি একবার হলেও অনুভব করবে আমার হারিয়ে যাওয়া স্বপ্নগুলো।
তোমাকে না পাওয়ার এই ব্যথা এক অদ্ভুত অভ্যাসে পরিণত হয়েছে। প্রতিটি রাত যখন নিঃশব্দে নেমে আসে, আমি তখন তোমার স্মৃতির আলোয় ডুবে যাই। কত কথা যে বলার ছিল, কত গল্প যে বুনতে চেয়েছিলাম তোমার সাথে, তা আর কখনোই বলা হবে না। তুমি দূরে চলে গেছো, অথচ আমার হৃদয়ের এক কোণায় তুমি এখনো বসত গেড়ে আছো।
প্রতিদিন তোমার অভাব অনুভব করি, কিন্তু তা প্রকাশ করার ভাষা পাই না। তোমার হাসির সেই চেনা সুর, তোমার কথার সেই মিষ্টি ঝংকার-সব আজও কানে বাজে। কখনো মনে হয়, যদি সময়টাকে পেছনে টেনে নেওয়া যেত! যদি সেই মুহূর্তগুলোকে আবার ছুঁয়ে দেখতে পারতাম! কিন্তু জীবন তো একবারই বয়ে চলে, পেছনে ফিরতে জানে না।
তুমি হয়তো এখন অনেক দূরে, অন্য কোথাও, অন্য কারো সাথে সুখ খুঁজে নিয়েছো। আমি তোমার সেই সুখের পথে বাধা হতে চাই না। শুধু এতটুকুই চাই, কোনো এক একলা রাতে যদি আমার কথা মনে পড়ে, যদি অনুভব করো যে কেউ ছিল যে তোমাকে নিঃস্বার্থভাবে ভালোবেসেছিল, তবে এক মুহূর্তের জন্য হলেও আমায় মনে করো।
আমি জানি, তোমাকে পাওয়া আমার নিয়তি ছিল না, কিন্তু তোমাকে ভালোবাসা ছিল আমার জীবনের সবচেয়ে সত্য অনুভূতি। সেই অনুভূতি নিয়েই হয়তো একদিন আমি হারিয়ে যাবো, তোমার স্মৃতির ছায়ায় বিলীন হয়ে যাবো।
ভালো থেকো তুমি, সবসময়।🖤🥀
2025-07-22 16:19:50